পুলিশ জানায়, গ্রেপ্তার বাবু মিজি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
Published : 22 Apr 2025, 06:21 PM
মুন্সীগঞ্জ সদর উপজেলায় হাত বোমাসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম এ তথ্য জানান।
গ্রেপ্তার সম্রাট হোসেন ওরফে বাবু মিজি (৩৬) ওই উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
ওসি সাইফুল বলেন, “সোমবার মধ্যরাতে মুন্সীরহাট গামী রাস্তার পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রিজে উঠার ঢালে বাবু মিজি ও তার দুই সহযোগী মিলে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।”
তিনি বলেন, “পরে বাবুর দেহ তল্লাশির করে তার কাছ থেকে একটি ছোঁড়া, চারটি হাত বোমা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।”
ছিনতাই চেষ্টা এবং বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ ছাড়া পলাতক দুইজনকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।