তার স্ত্রী রুকমিলা জামান ইউসিবির চেয়ারম্যান।
Published : 12 Aug 2024, 08:42 PM
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা পাঠিয়ে এ দম্পতির পাশাপাশি তাদের সন্তান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন কোম্পানির লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে বলা হয়েছে।
আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বিএফআইইউ এর এ বিষয়ক চিঠি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে বলে কয়েকজন কর্মকর্তারা বিডিনিউজ জানিয়েছেন।
বিএফআইইউ এর চিঠিতে বলা হয়, “সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামান, তাদের পুত্র, কন্যা এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের লেনদেন প্রথম ৩০ দিনের জন্য স্থগিত করা হল।”
এছাড়া তাদের পুত্র, কন্যা এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেগুলোর হিসাব সংক্রান্ত তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়।
ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার তিন দিনের মাথায় এমন নির্দেশনা এল।
এর আগে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয় বিএফআইইউ।
সরকারের পালাবদলের পর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তনের যে দাবি উঠেছে সেটির হাওয়া লেগেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেও (ইউসিবি), যেটির এক সময়ের চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ। তিনি মন্ত্রী হওয়ার পর তার স্ত্রী রুকমিলা জামান এটির চেয়ারম্যান হন।
এ ব্যাংকের কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামানকে সরিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি তোলে। গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেন তারা।
তাদের ব্যানারে লেখা ছিল- ‘স্বৈরাচার সরকারের সাবেক ভূমিমন্ত্রী, দুর্নীতিবাজ, অবৈধভাবে লন্ডনে ইউসিবি ব্যাংকের ১২ হাজার কোটি টাকা পাচারকারী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবারের হাতে ইউসিবি ব্যাংকের মুক্তি চাই’।
আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামান ও তার স্বামী জাবেদের লুটপাটের কারণে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে।
তাদের অভিযোগ ও দাবির একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও দিয়েছেন তারা।
বিগত বছরগুলোতে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) নির্বাচিত হওয়ার পরও যাদেরকে পরিচালনা পর্ষদ থেকে ‘অন্যায়ভাবে’ সরিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে ফেরানোর দাবি জানানো হয় চিঠিতে।
কর্মীদের অভিযোগের বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামান এবং তার স্বামী সাবেক চেয়ারম্যান ও ভূমিমন্ত্রী জাবেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।