“শিগগিরই সেখানে নতুন ওসি দেওয়া হবে। তার আগ পর্যন্ত পরিদর্শক (তদন্ত) ওসির দায়িত্ব পালন করবেন।”
Published : 02 Sep 2024, 08:50 PM
চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন থানার ১২ জন ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, ফটিকছড়ি, হাটহাজারি, রাউজান, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, ভূজপুর, বোয়ালখালী, বাঁশখালী, মিরসরাই ও সন্দ্বীপ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার ১৪টি উপজেলার ১৭টি থানার মধ্যে ১২ জনকে প্রত্যাহার করা হয়েছে। শিগগিরই সেখানে নতুন ওসি দেওয়া হবে। তার আগ পর্যন্ত পরিদর্শক (তদন্ত) ওসির দায়িত্ব পালন করবেন।
“সবকিছু নতুন করে সাজানো হচ্ছে। স্বাভাবিক বদলির অংশ হিসেবে মূলত এ বদলি করা হয়েছে।”
জেলার সীতাকুণ্ড, লোহাগাড়া, রাঙ্গুনিয়া, ভূজপুর ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় আগের ওসিরাই দায়িত্ব পালন করবেন।