“এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাতে পারি না; এটা চট্টগ্রামের বিরুদ্ধে একটা বৈষম্যের সিদ্ধান্ত,” বলেন তিনি।
Published : 30 Jan 2025, 05:13 PM
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য ফুটবল ফেডারেশনের নামে বরাদ্দের সিদ্ধান্তকে ‘হঠকারী’ বর্ণনা করে সেই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার স্টেডিয়ামের সামনে ‘স্টেডিয়াম রক্ষা কমিটির’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তিনি।
চট্টগ্রামকে আবারও বৈষম্যের শিকার হতে হচ্ছে মন্তব্য করে শাহাদাত বলেন, “এই চট্টগ্রামের যে স্টেডিয়ামটিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজিকেএস) ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ ৪৩টি ইভেন্ট পরিচালনা করে। অথচ কোনো কারণ ছাড়াই আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্টেডিয়ামটি ২৫ বছরের জন্য ইজারা দিয়ে দেওয়া হয়েছে।”
মেয়র বলেন. “চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এ মাঠটি শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্যই ব্যবহৃত হবে। চট্টগ্রামের এ মেয়র হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে এবং এ সিজেকেএসের সাবেক কাউন্সিলর হিসেবে এ প্রেক্ষাপটে দাঁড়িয়ে এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাতে পারি না। এটা চট্টগ্রামের বিরুদ্ধে একটা বৈষম্যের সিদ্ধান্ত।”
আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হিসেবে তৈরির জন্য ১২ শর্তে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে ‘লিজ’ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ২ জানুয়ারি এক চিঠিতে বলা হয়েছে, ২৫ বছরের জন্য ওই মাঠ বরাদ্দ পেয়েছে বাফুফে।
ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর মাহবুব আলমের সভাপতিত্বে এবং কামরুল ইসলামের সঞ্চালনায় এতে সংহতি প্রকাশ করে অণ্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মো. খান, ইসমাইল বালি, চট্টগ্রাম প্রেস ক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটির সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, সিজেকেএস'র সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান।
এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ, অন্য খেলার কী হবে?