’মিথ্যা ঘোষণায়’ পানি বিশুদ্ধকরণ মেশিনের বদলে আনা হয়েছে সিগারেট, বলেন কাস্টমস কর্মকর্তা খায়রুল বাশার।
Published : 28 Jun 2024, 09:58 PM
‘মিথ্যা ঘোষণায়’ থাইল্যান্ড থেকে বন্দরে আনা ৫০ লাখ শলাকা ‘মন্ড ব্র্যান্ডের’ বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার মধ্যরাতে একটি কন্টেইনার পরীক্ষা করে এসব সিগারেট পেয়েছে তারা।
কাস্টমস কর্তৃপক্ষের এআইআর শাখার ডেপুটি কমিশনার একেএম খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমদানি করা কন্টেইনারটি জব্দের পর সেটির কায়িক পরীক্ষা করা হয়।
“গত ২৬ জুন থাইল্যান্ড থেকে কন্টেইনারটি বন্দরে আসে।”
খায়রুল বাশারের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ীর হামকো করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান ‘মিথ্যা ঘোষণায়’ সিগারেটের এ চালান বন্দরে এনেছে। এর সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চট্টগ্রামের আগ্রাবাদের ফাস্ট ট্র্যাক কার্গো সলিউশন।
তিনি বলেছেন, “কন্টেইনারটির কায়িক পরীক্ষায় ওয়াটার পিউরিফায়ার বা পানি বিশুদ্ধকরণ মেশিনের বদলে পাওয়া যায় মন্ড ব্র্যান্ডের ৫০ লাখ পিস সিগারেট।
“জব্দ করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।”
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা।