মারামারির বিষয়টি দুই পক্ষের কেউই পুলিশকে জানায়নি।
Published : 16 Jul 2024, 05:22 PM
রাস্তা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে।
সোমবার দুপুরে পুরানগড় ইউনিয়নের এ ঘটনায় আহত ব্যক্তি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত মোক্তার আহমেদ (৫৫) ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে ওসি প্রিটন সরকার বলেন, “মোক্তার ও হামলাকারীরা পরস্পরের আত্মীয় এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। চলাচলের একটি রাস্তা নিয়ে দুই পক্ষের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল।
“সোমবার দুপুরে মোক্তারের ছেলে, ভাতিজারা রাস্তাটি পরিষ্কার করছিলেন। এতে অপর পক্ষের লোকজন বাধা দেয় এবং বাকবিতন্ডা হয়। মসজিদে যাবার পথে মোক্তার বিষয়টি দেখে বাধা দেয়ার কারণ জানতে চান। এসময় অপর পক্ষের লোকজন লাঠি নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, লাঠি নিয়ে মারামারির একপর্যায়ে ঘরের নারীরা দা, ছুরি এগিয়ে দেয় পুরুষদের। এসময় দায়ের কোপে গুরুতর আহত হয় মোক্তার।
ওসি প্রিটন সরকার বলেন, মারামারির বিষয়টি দুই পক্ষের কেউই পুলিশকে জানায়নি। আহত মোক্তারকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
পুলিশকে বিষয়টি জানানোর পর দুই নারীকে গ্রেপ্তার করা হয়।