Published : 23 Dec 2024, 07:09 PM
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে গুলির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিঠুন চক্রবর্তী নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ফেনী সদর থানার সুলতানপুর এলাকা থেকে রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিঠুন গত ১৬ জুলাই নগরীর ষোলশহর শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে ‘দলবল নিয়ে গুলিবর্ষণ ও হামলা’ করেন। আন্দোলন চলাকালে তিনি বিভিন্ন সময়ে ছাত্র জনতার ওপর ‘হামলা’ চালিয়েছেন।
মিঠুনের গুলি চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা তুলে ধরে করে চট্টগ্রাম মহানগর পুলিশ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অস্ত্র হাতে মিঠুনের একটি ছবিও প্রকাশ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল মোস্তফা টিনুর অনুসারী মিঠুন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পাঁচলাইশ থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।