Published : 06 May 2025, 09:20 PM
বাবা ক্রিস্তিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন তিনি। প্রথমবারের মতো দেশের কোনো দলে ডাক পাওয়া ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই পর্তুগিজ মহাতারকার।
ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টের সপ্তম আসরে খেলতে যাচ্ছে পর্তুগাল। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার জন্য রোনালদো জুনিয়রকে ২২ জনের দলে রেখেছেন কোচ জোয়াও সান্তোস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার ওই দলে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকার একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছেলের উদ্দেশ্যে লেখেন, ‘তোমার জন্য গর্বিত, পুত্র!’
সৌদি আরবের ক্লাব আল নাস্রের হয়ে খেলছেন রোনালদো। ওই ক্লাবের যুব দলে খেলছেন ১৪ বছর বয়সী রোনালদো জুনিয়র। এর আগে ইউভেন্তুস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলেও খেলেছিলেন তিনি।
ক্রোয়েশিয়ায় আগামী ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগামী ১৩ মে জাপান, ১৪ মে গ্রিস ও ১৬ মে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল।
টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে চারটি অনুশীলন সেশন রেখেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। যার দুটি পর্তুগালে ও দুটি ক্রোয়েশিয়ায়।
পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। দেশের জার্সিতে ২১৯ ম্যাচ খেলে ১৩৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী।