নিহত তাহসিনের বাবা বাদি হয়ে সাজ্জাদকে প্রধান আসামি করে মামলাটি করেছেন। পুলিশ মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে।
Published : 23 Oct 2024, 05:47 PM
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে তাহসিন নামের এক যুবককে হত্যার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
চান্দগাঁও থানায় করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত তাহসিনের বাবা বাদী হয়ে সাজ্জাদকে প্রধান আসামি করে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে।
মামলায় হাসান, মোহাম্মদ, খোরশেদ ও হেলাল নামে আরও চারজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
মামলায় বলা হয়, তাহসিন চান্দগাঁও অদুরপাড়া, হাজীর পাড়াসহ আশপাশের এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন। ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে কিছুদিন ধরে তাহসিনকে কিছু লোকজন হুমকি দিয়ে আসছিল।
গত ২১ অক্টোবর বিকালে তাহসিন অদুরপাড়া এলাকায় ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। এসময় একটি দোকানে বসে চা পানের সময় কালো রংয়ের একটি নোহা গাড়িতে করে এসে আসামিরা তাহসিনকে কয়েকটি গুলি করে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
চট্টগ্রামে চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা
চান্দগাঁও থানা পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের দিন গাড়িটি চালিয়েছিল ইকবাল নামে এক যুবক। তিনি ভাড়ায় গাড়ি চালাতেন।
তিনি বলেন, ইকবাল পেশাদার গাড়ি চালক এবং সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। ভাড়ায় গাড়ি চালানোর পাশাপাশি সাজ্জাদ গ্রুপের পক্ষে কাজ করেন ইকবাল।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক ভাবে যতটুকু বোঝা যাচ্ছে গাড়ির মালিক ইকবালকে গাড়ি ভাড়া দিলেও কোথায় ব্যবহার করা হয় সেটার খবর রাখতেন না। যার কারণে ওইদিন গাড়িটি হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়টিও জানতেন না।
পাঁচলাইশ শুলকবহর এলাকার একটি ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয় বলে জানান তিনি।
তাহসিন খুনের পর পুলিশ বলেছিল, ওই এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেন বাবলার অনুসারীদের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছিল। নিহত তাহসিন সরোয়ার হোসেন বাবলার অনুসারী।