‘প্রতিপক্ষের লোকজন’ এসে তাহসানকে গুলি করে পালিয়ে যায়, বলছে পুলিশ।
Published : 21 Oct 2024, 09:07 PM
চট্টগ্রামে দুই ‘সন্ত্রাসী গ্রুপের বিরোধের জেরে’ গুলি চালিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।
সোমবার বিকালে চান্দগাঁও থানার শমসের পাড়ায় এ ঘটনা ঘটে বলে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান।
নিহত ওই যুবকের নাম তাহসিন (২৬)। তার বাড়ি শমসের পাড়া এলাকায়।
ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে শমসের পাড়ায় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তাহসান। এসময় তার প্রতিপক্ষের লোকজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।”
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি বলেন, “যতটুকু জানতে পেরেছি বেশকিছু দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সাজ্জাদ ও সরোয়ার গ্রুপের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সাজ্জাদ গ্রুপের লোকজন এসে তাহসানকে গুলি করে।”
চট্টগ্রামের ৮ খুন: রায় স্থগিত চেয়ে বিফল রাষ্ট্রপক্ষ
স্থানীয়ভাবে জানা যায়, সাজ্জাদ এলাকায় ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত। হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী ‘ছোট সাজ্জাদ’।
দুই যুগ আগে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে দিনের বেলায় আড়াআড়ি বাস রেখে ছাত্রলীগ নেতাকর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে আটজনকে হত্যার আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। তার অনুসারী হিসেবে তার পক্ষে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি করেন ছোট সাজ্জাদ।
অপরদিকে সরোয়ার হোসেন বাবলাও নগরীর আলোচিত সন্ত্রাসী। বিভিন্ন সময়ে তাদের মধ্যে বিরোধের জেরে সরোয়ার আলাদা গ্রুপ গড়ে তোলেন।