দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এক নারী তাকে কুড়িয়ে পান; শিশুটির নাম রাখা হয়েছে বিজয়।
Published : 26 Dec 2024, 10:24 PM
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে নদীর পাড়ে ওই নবজাতককে পাওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খরণদ্বীপ জলদাস পাড়ার মুন্নী জলদাস নামে এক নারী দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই নবজাতককে কুড়িয়ে পান। জন্মের পরপরই শিশুটিকে কেউ নদীর পাড়ে কাদার ওপর রেখে চলে গিয়েছিল।
মুন্নী বিষয়টি পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে জানান। এরপর জরুরি সহায়তা নম্বরে ফোন পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
শিশুটির একটি নামও দেওয়া হয়েছে। বিজয়ের মাসে জন্ম হওয়ায় তার নাম ‘বিজয়’ রাখার কথা জানিয়েছেন ইউএনও হিমাদ্রী খীসা।
শিশুটিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে পাঠানো হবে বলে জানান তিনি।