প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। মেলা চলবে রোববার পর্যন্ত।
Published : 13 Feb 2025, 08:59 PM
চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’। মেলায় এবার আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিয়েছে বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানও।
বৃহস্পতিবার নগরীর র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। মেলা চলবে রোববার পর্যন্ত। এবারের রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলায় ৬৩টি স্টল আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, “চট্টগ্রামে মনোরম বাসস্থান তৈরিতে রিহ্যাব বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্ন পুরণে তারা ভূমিকা রেখে চলেছে।”
স্বাগত বক্তব্যে রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, “দেশে এবং বিদেশে গৃহায়ণ শিল্পের বাজার সৃষ্টি ও প্রসারে রিহ্যাব কাজ করে যাচ্ছে। প্রবাসী ক্রেতারা তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। পাশাপাশি দেশের অর্থনীতি এবং লিংকেজ শিল্প বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে রিহ্যাব।”
সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, “অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে মানুষের ভালো জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করছি।”
রিহ্যাবের সিনিয়র ভাইস লিয়াকত্ আলী ভুইয়া বলেন, “বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।”
রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির (ন্যাশনাল) চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় দর্শনার্থীদের জন্য সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় চার বার প্রবেশ করতে পারবেন।