মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে নিজেদের সাফল্য উৎসর্গ করার কথা জানালেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক তানজিদ হাসান।
Published : 20 Feb 2024, 05:54 PM
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার বললেন, ‘শুরুতে একটি ঘোষণা দেবেন তামিম (তানজিদ হাসান)।’ পরে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করার উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি তানজিদ জানালেন, এই জয়টি তারা উৎসর্গ করছেন ভাষা শহীদদের।
টুর্নামেন্টে টিকে থাকার গুরুত্বপূর্ণ লড়াইয়ে চট্টগ্রামে খুলনা টাইগার্সকে উড়িয়ে দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে সংবাদ সম্মেলনে তানজিদ জানান, বিশেষ এই জয়টি ভাষা শহীদদের উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে তাদের দল।
“অনেক ভালো একটা ম্যাচ জিতেছি আমরা। একই সঙ্গে প্লে-অফ নিশ্চিত করেছি। এটা সবচেয়ে ভালো লাগার। দলের সবার সঙ্গে কথা হয়েছে। দলের সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের জন্য এই জয়টা উৎসর্গ করছি।”
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচটিতে খুলনাকে ৬৫ রানে হারায় চট্টগ্রাম। তৃতীয় দল হিসেবে তারা পায় প্লে-অফের টিকেট। ৬৫ বলে ১১৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তানজিদ।
বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে বুধবার। বিপিএলে কোনো ম্যাচ নেই এ দিন। তবে মঙ্গলবারের ম্যাচেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বেশ কিছু উদ্যোগ দেখা যায়। এমনিতে ইংরেজিতে টস পরিচালনা করেন সঞ্চালকরা। ত বে এদিন টসের সময় বাংলাতেই পুরো পর্ব পরিচালনা করেন আতহার আলি খান।
পরে ম্যাচের বিভিন্ন অংশে অল্প কিছু সময়ের জন্য বাংলায় ধারাভাষ্য দেন স্থানীয় ধারাভাষ্যকাররা। পাশাপাশি বিদেশি ধারাভাষ্যকাররাও চেষ্টা করেন কিছু কিছু বাংলা শব্দ বলতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানও পরিচালনা করা হয় বাংলায়।
এছাড়া ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ধারাভাষ্যকার, ম্যাচ অফিসিয়ালরার বাংলার বিভিন্ন অক্ষরে লেখা বাহুবন্ধনী ব্যবহার করছেন। মাসজুড়ে জার্সির পেছনে বাংলা অক্ষরে লেখা নাম ও নম্বর নিয়ে খেলছে সিলেট স্ট্রাইকার্স।