আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে গত কিছু দিন ধরেই চলছে যেন ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা। সেই পরিক্রমায় এবার ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে সরিয়ে চূড়ায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ।
গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন এলো। ১ নভেম্বর শীর্ষে ওঠেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেসারকে হটিয়ে ৮ নভেম্বর চূড়ায় ওঠেন সিরাজ।
সাধারণত প্রতি সপ্তাহের বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে থাকে আইসিসি। এবার তা ঘোষণা করা হয়েছে এক দিন আগেই, বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালের আগের দিন।
দুই নম্বর থেকে শীর্ষে উঠেছেন মহারাজ। গত বুধবার র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদের পর ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে পুনেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আছে ৪ উইকেট। ভারতের বিপক্ষে স্রেফ ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে তিনি শিকার ধরেন ২টি।
দুইয়ে নেমে যাওয়া সিরাজ ভারতের সবশেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। রেটিং পয়েন্টে মহারাজের খুব বেশি পেছনে অবশ্য নেই ভারতের এই পেসার। দুজনের ব্যবধান কেবল ৩ পয়েন্টের। সিরাজের দুই সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ চারে ও কুলদিপ ইয়াদাভ পাঁচে আছেন।
এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা আছেন তিন নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জ্যাম্পার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আফগানিস্তানের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসে দলকে জেতানো ম্যাক্সওয়েল ১৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা মার্শ এগিয়েছেন ১১ ধাপ, আছেন ৩৮ নম্বরে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ঝড়ো শতক উপহার দিয়ে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। পাঁচ ধাপ এগিয়ে শ্রেয়াস আছেন যৌথভাবে ১৩ নম্বরে, যেখানে তার সঙ্গী পাকিস্তানের ওপেনার ফাখার জামান। ১৭ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন রাহুল।
এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। চারে আছেন ভারতের আরেক তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি। তিনে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।
শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। গত সপ্তাহে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের আড়াই বছরের রাজত্বের সমাপ্তি ঘটিয়ে শীর্ষে ওঠেন তিনি। বাবর যথারীতি দুইয়ে আছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপে নকআউট পর্ব শুরু হচ্ছে বুধবার। পরের সপ্তাহেও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন আসতে পারে। ব্যাটসম্যান ও বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর সাত জন করে আছেন সেমি-ফাইনালের চার দলের মধ্যে।
ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। পরদিন কলকাতার ইডেন গার্ডেন্সে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হবে আগামী রোববার।