পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য না করে আম্পায়ারদের হাতে সব ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশের প্রধান কোচ।
Published : 10 Nov 2023, 01:53 PM
বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বহুল আলোচিত আউটের পর আরও একটি ম্যাচ খেলে ফেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশও রয়েছে পরবর্তী ম্যাচের দুয়ারে। তবু চলছে টাইমড নিয়ে আলোচনা। শোনা যাচ্ছে পক্ষে-বিপক্ষে নানান মত। অবস্থাদৃষ্টে বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে বলেই দিয়েছেন, এর শেষ কোথায় জানা নেই তার।
দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে গত সোমবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হারের পর পাওয়া জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা জোরাল করেছে সাকিব আল হাসানের দল। ওই ম্যাচের ফল ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছে ম্যাথিউসের টাইমড আউটের ঘটনা।
শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ক্রিজে গিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটিং শুরুর জন্য প্রস্তুত হতে পারেননি ম্যাথিউস। হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ায় সেটি বদলানোর প্রক্রিয়ায় ব্যয় হয় পাঁচ মিনিটের বেশি সময়। এত কালক্ষেপণ দেখে আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক। নিয়মের মধ্যে থেকে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার মারাইস এরাসমাস।
এমনভাবে আউট হওয়ার পর তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ম্যাথিউস। পরে সংবাদ সম্মেলনে উগড়ে দেন নিজের সব ক্ষোভ। আর সামাজিক মাধ্যমে তিনি যেন যুদ্ধই ঘোষণা করেন বাংলাদেশ দলের বিপক্ষে। এমনকি তার ভাই ট্রেভিন ম্যাথিউস পাথর ছুঁড়ে মারার হুমকি দেন সাকিবকে।
এসব আলোচনার রেশ থাকল বাংলাদেশের শেষ ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও। শুক্রবার এই প্রসঙ্গে পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য না করে আম্পায়ারদের হাতে এই সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন হাথুরুসিংহে।
“আমি যা-ই বলি না কেন, আমার মনে হয় না, এটি এখানে থামবে। আমি শুধু একটা কথাই বলতে পারি, এটি আউটের একটি ধরন। খেলার নিয়মকানুনে সাম্প্রতিক সংযোজন এটি। আমার মনে হয়, এটি নিয়মকানুনের পঞ্চম বা ষষ্ঠ সংস্করণে আছে।”
“এই বিষয়ে আমার একটাই কথা... আমি জানি না, এটি থামবে কি না। তবে আমার পরামর্শ হলো, যা সিদ্ধান্ত নেওয়ার আম্পায়ারের হাতেই ছেড়ে দেওয়া উচিত। কারণ আইনে বলা আছে, এটি টাইমড আউট। তাই আমার মনে হয় না, এতে ক্রিকেটারদের আবেদন করার কিছু আছে। তবু দুই পক্ষেই সবার ভিন্ন মতামত আছে। আমি এই মুহূর্তে এটিই বলতে পারি।”
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।