‘এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না’, কোহলির কাছে রেকর্ড হারিয়ে টেন্ডুলকার

ভিরাট কোহলির ৫০তম শতকের পর আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি সাচিন টেন্ডুলকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 01:33 PM
Updated : 15 Nov 2023, 01:33 PM

‘আশা করি, আগামী কিছু দিনের মধ্যে তুমি ৪৯ থেকে ৫০-এ যাবে এবং আমার রেকর্ড ভেঙে দেবে’- ভিরাট কোহলির ৪৯তম ওয়ানডে শতকের পর লিখেছিলেন সাচিন টেন্ডুলকার। পূর্বসূরির আশা পূর্ণ করলেন কোহলি। কিংবদন্তির মাঠে, তার সামনেই উপহার দিলেন রেকর্ড গড়া শতক। উত্তরসূরির কাছে রেকর্ড হারিয়েও যেন খুশির অন্ত নেই টেন্ডুলকারের।

বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে বুধবার ধরা দিয়েছে কোহলির ৫০তম শতক। টেন্ডুলকার ৪৯ শতক করেছিলেন ৪৫১তম ইনিংসে। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক করে টেন্ডুলকারের পাশে বসেন কোহলি। এবার প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি ৫০তম শতক করে ফেললেন স্রেফ ২৭৯ ইনিংসে।

টেন্ডুলকারের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের বলে ডাবল নিয়ে শতক পূর্ণ হতেই শূন্যে লাফ দেন কোহলি। ব্যাট রেখে গ্লাভস আর হেলমেট খুলে মাথা নুইয়ে সম্মান জানান ভিআইপি বক্সে থাকা টেন্ডুলকারের দিকে। টেন্ডুলকার হাততালি দিয়ে অভিবাদন জানান কোহলিকে।

খানিক পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির একটি ছবি দিয়ে আবেগঘন বার্তা দেন টেন্ডুলকার।

“তোমাকে প্রথম যখন ভারতের ড্রেসিংরুমে দেখেছিলাম, সেদিন অন্য সতীর্থরা মজা করে তোমাকে আমার পা ছুঁতে বাধ্য করেছিল। সেদিন আমি হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার একাগ্রতা আর দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করো। আমি খুবই খুশি যে, সেদিনের তরুণ ছেলেটা আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।”

“একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে খুশি আমি হতে পারতাম না। আর সেটাও সবচেয়ে বড় মঞ্চে- বিশ্বকাপের সেমি-ফাইনালে। আর আমার ঘরের মাঠে হওয়ায় (এমন কিছু) তাতে পূর্ণতা দিয়েছে।”

এ দিন এক বিশ্বকাপে টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দেন কোহলি।