অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বললেন, টি-টোয়েন্টিতে মিচেল মার্শের নেতৃত্বে খুশি তারা।
Published : 12 Mar 2024, 06:28 PM
অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পর বছর পার হয়ে গেলেও টি-টোয়েন্টিতে স্থায়ীভাবে কাউকে অধিনায়কত্ব দেয়নি অস্ট্রেলিয়া। কখনও মিচেল মার্শ, কখনও ম্যাথু ওয়েড ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য মার্শকেই এই সংস্করণের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছেন। তার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এই অলরাউন্ডারই তাদের নেতৃত্ব দেবেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো একমাত্র অধিনায়ক ফিঞ্চ। ওয়ানডেতে নেতৃত্ব পান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কাজ চালাচ্ছে তারা ভারপ্রাপ্ত অধিনায়ক দিয়ে।
গত বছরের অগাস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয় টি-টোয়েন্টির নেতৃত্বে মার্শের পথচলা। এরপর নভেম্বর-ডিসেম্বরের ভারত সফরে তাকে দেওয়া হয় বিশ্রাম। পাঁচ ম্যাচের ওই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ওয়েড।
ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হয়েই দলে ফেরেন মার্শ। ওই মাসেই নিউ জিল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বে খেলে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত মার্শের নেতৃত্বে ৮ টি-টোয়েন্টি খেলে ৭টিই জিতেছে দলটি।
আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। এর আগে আর কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে দলটিকে কে নেতৃত্ব দেবেন, উঠছে প্রশ্ন। মার্শের সঙ্গে আলোচনায় আছে কামিন্সের নামও। তবে মার্শের অধিনায়কত্বে খুশি সবাই, বললেন ম্যাকডোনাল্ড।
“আমার মনে হয়, নেতৃত্ব মিচের (মার্শ) কাছেই যাবে…টি-টোয়েন্টি দলকে সে যেভাবে পরিচালনা করছে, তাতে আমরা খুশি ও স্বস্তি পাচ্ছি। আমরা মনে করি, বিশ্বকাপে সে-ই আমাদের নেতা। আমার মনে হয় এটা সময় হলে জানা যাবে।”
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৬ জুন। বারবাডোসে ওমানের মুখোমুখি হবে তারা।