এখন পর্যন্ত ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পেসার বিনুরা ফার্নান্দো।
Published : 16 Oct 2022, 04:00 PM
হাঁটুর চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দিলশান মাদুশাঙ্কার বদলি পেল শ্রীলঙ্কা। তার জায়গায় আরেক বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দোকে দলে যোগ করার বিষয়ে অনুমোদন দিয়েছে আইসিসির বৈশ্বিক আসরের ইভেন্ট ট্যাকনিক্যাল কমিটি।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে রোববার শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। লঙ্কানদের ৫৫ রানে হারিয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে নামিবিয়া।
এই ম্যাচের আগেই মাদুশাঙ্কাকে হারানোর ধাক্কা লাগে শ্রীলঙ্কা শিবিরে। শনিবার বাঁহাতি পেসারকে খুঁড়িয়ে অনুশীলন ছাড়তে দেখা যায়। পরে তাকে এমআরআই স্ক্যানের জন্য পাঠানো হয়।
পাওয়ার প্লেতে গতি ও সুইং এবং ডেথ ওভারে বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের কারণে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা বোলিং আক্রমণে বড় ভরসা ছিলেন মাদুশাঙ্কা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো রোববার জানায়, পরীক্ষায় হাঁটুতে চোট ধরা পড়েছে ২২ বছর বয়সী এই পেসারের।
বিনুরা এখন পর্যন্ত ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২৫.৯০ গড় ও ৮.২৬ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ১০টি। ২০ ওভারের ক্রিকেটে সবশেষ খেলেছেন গত ফেব্রুয়ারিতে, ভারত সফরে। ওই ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন তিনি।
২৭ বছর বয়সী বিনুরা শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন।