কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামার সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।
Published : 10 Oct 2023, 06:49 PM
প্রথম ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত কুসাল মেন্ডিসের সঙ্গী হয়েছিল হতাশা। এবার আর ভুল করলেন না তিনি। খুনে ব্যাটিংয়ে উপহার দিলেন দুর্দান্ত সেঞ্চুরি, গড়লেন রেকর্ড। সঙ্গে সাদিরা সামারাউইক্রামার শতকে পাকিস্তানের বিপক্ষে বড় পুঁজি পেল শ্রীলঙ্কা।
৭৭ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলেন মেন্ডিস। শতক স্পর্শ করেন তিনি ৬৫ বলে, বিশ্বকাপে শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানের যা দ্রুততম। ২০১৫ আসরে ইংল্যান্ডের বিপক্ষে কুমার সাঙ্গাকারার ৭০ বলে শতক ছিল আগের রেকর্ড।
৮৯ বলে ১১ চার ২ ছক্কায় ১০৮ রান করেন সামারাউইক্রামা। বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ওয়ানডেতেও তার প্রথম শতক এটি।
শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ৩৪৯ রান। ওপেনার পাথুম নিসানকার ব্যাট থেকে এসেছে ৬১ বলে ৫১ রানের ইনিংস।
হায়দরাবাদে মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে কুসাল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। এরপরই ক্রিজে আসেন মেন্ডিস। ১৮ রানে তাকে ফেরানোর সুযোগ আসে, কিন্তু শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ ফেলেন ইমাম-উল-হাক।
সুযোগটা দারুণভাবে কাজে লাগান মেন্ডিস। ফিফটি করেন তিনি ৪০ বলে। পরের ২৫ বলেই পা রাখেন শতকে।
বিশ্বকাপে ৯ ম্যাচে তার প্রথম সেঞ্চুরি এটি। এবারের আসরে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বড় হারের দিনে ৫৫ বলে ৭৬ ছিল আগের সেরা।
হাসান আলিকে পরপর দুটি ছক্কার পর আরেকটির চেষ্টায় ক্যাচ দিয়ে থামে মেন্ডিসের বিধ্বংসী ইনিংস।
এই ইনিংসের পথে তিনি নিসানকার সঙ্গে ১০২ ও সামারাউইক্রমার সঙ্গে গড়েন ১১১ রানের জুটি।
৪৩ বলে পঞ্চাশ স্পর্শ করা সামারাউইক্রামা তিন অঙ্কের ঘরে পৌঁছান ৮২ বলে। তার ইনিংস থামে ৪৮তম ওভারে।