ঢাকার অধিনায়ক ঠিক হওয়ার মাধ্যমে বিপিএলের সাত দলের অধিনায়কের নাম জানা গেল।
Published : 05 Jan 2023, 04:24 PM
বিপিএলের গত আসরে চোটের কারণে খেলতে পারেননি নাসির হোসেন। এবার তিনি ঢাকা ডমিনেটর্সের হয়ে ফিরেছেন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে। তাকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিপিএলে নতুন আসা দলটি।
অধিনায়কের নাম জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা ফ্র্যাঞ্চাইজি। তবে বুধবার দুপুরে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নাসিরের উপস্থিতি দেখে বোঝা গেছে তিনিই নেতৃত্ব দেবেন ঢাকাকে।
পরে অধিনায়ক হিসেবে সংবাদমাধ্যমে দলের প্রত্যাশা ও সম্ভাবনার কথা বলেন নাসির।
“সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সাথে দল যেন ভালো ফল করে।”
প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তাসকিন আহমেদকে দলে ভেড়ায় ঢাকা। পরে ড্রাফট থেকে মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকারকেও নেয় তারা। অধিনায়কত্বের দৌড়ে ছিল মিঠুন ও তাসকিনের নাম।
অনেক আলোচনার পর নাসিরকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে নাসিরকে অধিনায়কত্ব দেওয়ার পেছনে দলের ভাবনা জানিয়েছেন ঢাকার টিম ম্যানেজার মেহবার হোসেন অপি।
“নাসিরকে আমরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি বেশ কিছু কারণে। সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছে আগে, বিপিএলেও অধিনায়কত্ব করেছে।”
“ক্রিকেটারদের সে খুব ভালোভাবে চেনে, তার ওপর ক্রিকেটারদের ভরসা আছে। এছাড়া বিপিএলের মতো টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের সামলানো, তাদের ঠিকভাবে পরিচালনা করা এবং আরও অনেক দায়িত্ব থাকে। নাসির তা খুব ভালোভাবে পালন করতে পারবে বলে আমাদের বিশ্বাস।”
ঢাকার অধিনায়ক ঠিক হওয়ার মাধ্যমে বিপিএলের সাত দলের অধিনায়কের নাম জানা গেল। প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করবেন কেবল ইয়াসির আলি চৌধুরি। খুলনা টাইগার্সের দায়িত্ব পেয়েছেন তিনি।
এছাড়া আনুষ্ঠানিকভাবে প্রথমবার নেতৃত্বভার পেয়েছেন নুরুল হাসান সোহান ও শুভাগত হোম চৌধুরি। রংপুর রাইডার্সের হয়ে টস করতে নামবেন কিপার-ব্যাটসম্যান সোহান। অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত সামলাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব।
বাকি তিন দলের মধ্যে সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি বিন মর্তুজা, ফরচুন বরিশালে সাকিব আল হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ইমরুল কায়েস অধিনায়কত্ব করবেন।