প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
Published : 04 Nov 2023, 01:28 PM
ব্যাটারদের ব্যর্থতায় একশর আগেই গুটিয়ে গেল বাংলাদেশ। বোলাররা কিছু সাফল্য পেলেও তা শুরুর হতাশা ঢাকতে যথেষ্ট হল না। অনায়াস জয়ে সিরিজ শুরু করল পাকিস্তান।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৮২ রানের লক্ষ্য ১৫১ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের ব্যাটারদের কেউই বিশ রানও করতে পারেনি। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন স্রেফ তিন জন।
একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করা ফারজানা হক এদিন করেন স্রেফ ৮ রান। ওই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া মুর্শিদা খাতুনকে রাখা হয় একাদশের বাইরে। ওপেনিংয়ে নামা কিপার-ব্যাটার শামিমা সুলতানা করেন ৬ রান।
অধিনায়ক নিগার সুলতানা ৩২ বলে ১৩ রান করে ড্রেসিং রুমে ফেরেন। দলের সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। রিতু মনির ব্যাট থেকে আসে ১৪ রান।
বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়ে স্রেফ ১৩ রানে ৪ উইকেট নেন সাদিয়া ইকবাল। প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই ফেরান বাঁহাতি এই স্পিনার। অধিনায়ক নিদা দার ধরেন ৩ শিকার।
রান তাড়ায় পাকিস্তানের টপ-অর্ডারও ব্যর্থ হয়। পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট হারায় তারা। একপ্রান্ত ধরে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নিদা।
পাকিস্তান অধিনায়ক খেলেন ৩৫ রানের অপরাজিত ইনিংস। আলিয়া রিয়াজ করেন ১৬ রান।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন নাহিদা আক্তার।
একই মাঠে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩১.৫ ওভারে ৮১ (শামিমা ৬, ফারজানা ৮, সোবহানা ০, নিগার ১৩, স্বর্ণা ২, ফাহিমা ১৮, রিতু ১৪, নাহিদা ১, রাবেয়া ৮*, সুলতানা ১, মারুফা ২; দিয়ানা ৬-১-১৫-০, সাদিয়া ৯-২-১৩-৪, সান্ধু ৫-১-২০-০, উম্মে হানি ৫.৫-০-২০-৩, নিদা ৬-২-১০-৩)
পাকিস্তান: ২৪.৫ ওভারে ৮৫/৫ (সিদরা ৭, সাদাফ ৭, বিসমাহ ৩, নিদা ৩৫*, মুনিবা ৬, আলিয়া ১৬, নাজিহা ৩*; মারুফা ২-০-৬-০, নাহিদা ৮.৫-০-৩০-৩, রাবেয়া ৫-০-২৩-০, সুলতানা ৩-১-৪-০, ফাহিমা ৫-০-১৫-১, স্বর্ণা ১-০-৭-০)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: নিদা দার