পাকিস্তান-ইংল্যান্ড
পাকিস্তানের নতুন নির্বাচকরা দুম করেই সিদ্ধান্তটি নিয়েছেন বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান।
Published : 15 Oct 2024, 08:49 PM
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দলে বাবর আজমকে না রাখা নিয়ে পাকিস্তান ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। পাকিস্তানের কোচ ও নির্বাচকরা বলছেন, তারকা এই ব্যাটসম্যানকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। তবে অনেকেরই ধারণা, দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রামিজ রাজা। দেশটির সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধানের মতে, সিদ্ধান্তটি বাবরকেই নিতে দেওয়া উচিত ছিল নির্বাচকদের।
টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই ছন্দে নেই বাবর। এই সংস্করণে সবশেষ ১৮ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে তিনি করেন ৩০ ও ৫ রান; ওই ম্যাচে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ রান করেও ইনিংস ব্যবধানে হারের নজির গড়ে পাকিস্তান।
শেষ দুই টেস্টের দলে বাবরের পাশাপাশি জায়গা হারান দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহও। পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ যদিও দাবি করেন, বাবরকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে।
প্রথম টেস্টে হারের দিন নির্বাচক কমিটিতে জায়গা পাওয়া তিন নতুন সদস্যের একজন ও সাবেক পেসার আকিব জাভেদ পিসিবির বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের পাশাপাশি খেলোয়াড়দের সর্বত্তোম স্বার্থে বাবর আজম, নাসিম শাহ, সারফারাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
মুলতানে মঙ্গলবার দ্বিতীয় টেস্ট শুরুর আগে স্কাই স্পোর্টসে রামিজ বলেন, বাবরকে দলে না রাখার সিদ্ধান্তটি দুম করেই নিয়েছেন পাকিস্তানের নতুন নির্বাচকরা। এই সিদ্ধান্তের ভার ক্রিকেটারের ওপরই ছেড়ে দেওয়া উচিত ছিল।
“আমি মনে করি, এটি ছিল (নতুন নির্বাচকদের) দুম করে নেওয়া একটি সিদ্ধান্ত। বেশিরভাগের অভিমত ছিল, তার বিশ্রামের দরকার এবং তাকে স্কোয়াড থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।”
পাকিস্তান ক্রিকেটের বাণিজ্যিক দিকগুলোতে বাবরের অনুপস্থিতির প্রভাবও তুলে ধরলেন রামিজ। স্পন্সরদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে বাবরের বড় ভূমিকা দেখেন তিনি।
“আমাদের বুঝতে হবে, সে পাকিস্তান ক্রিকেটের বিপণনের মূল। এই মুহূর্তে পাকিস্তানে সবসময় একটা বিতর্ক চলছে যে- বাবর আজম আবার ব্যর্থ হতে চলেছেন নাকি তিনি রানে ফিরবেন। আর এই বিষয়গুলো সবকিছুকে আকর্ষণীয় রাখে।”
“বর্তমানে এই পাকিস্তান দলে বিক্রয়যোগ্য কিছু দেখছি না…স্পন্সররাও কিছুটা সতর্ক, কারণ প্রথমত, পাকিস্তান হারের ধারায় আছে, দ্বিতীয়ত, এখন এই টেস্ট ম্যাচে কোনো সত্যিকারের সুপারস্টার খেলছে না।”
এই ম্যাচে বাবরের জায়গায় সুযোগ পেয়েছেন কামরান গুলাম। প্রথম দিন দারুণ সেঞ্চুরিতে অভিষেকের উপলক্ষ রাঙিয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।