এনসিএল টি-টোয়েন্টি
এনসিএল টি-টোয়েন্টিতে বোলারদের দাপটে জয় পেয়েছে চট্টগ্রাম ও ঢাকা মেট্রো।
Published : 14 Dec 2024, 03:23 PM
কুয়াশাভেজা সকালে ঢাকার ব্যাটিং লাইনআপে ধস নামালেন ফাহাদ হোসেন। এই বাঁহাতি পেসারের বোলিংয়ের জবাব খুঁজে পেলেন না সাইফ হাসান, মাহিদুল ইসলামরা। ছোট লক্ষ্যে অনায়াস জয় পেল চট্টগ্রাম।
এনসিএল টি-টোয়েন্টিতে একই সময়ে হওয়া অন্য ম্যাচে ঢাকা মেট্রোকে জেতালেন আলিস আল ইসলাম। রহস্য স্পিনারের চমৎকার বোলিংয়ে খুলনাকে ৬ রানে হারাল মেট্রো।
ফাহাদের আগুনে পুড়ল ঢাকা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাহাদের তোপে পড়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেছে ঢাকা। কোনো উইকেট না হারিয়ে ৫৪ বল বাকি থাকতে জিতে গেছে চট্টগ্রাম।
নতুন বলে টানা ৪ ওভারের স্পেলে একটি মেডেনসহ মাত্র ১১ রানে ৪ উইকেট নেন ফাহাদ। স্বাভাবিকভাবেই বাঁহাতি পেসারের হাতে ওঠে ম্যাচ-সেরার পুরস্কার।
প্রথম ওভারে দারুণ এক ডেলিভারিতে আশিকুর রহমানকে এলবিডব্লিউ করেন ফাহাদ। পরের ওভারে তার শিকার আরিফুল ইসলাম ও মাহিদুল ইসলাম। নিজের তৃতীয় ওভারে ঢাকা অধিনায়ক সাইফ হাসানকেও ফেরান ফাহাদ।
শুরুর ধাক্কা সামলাতে পারেনি ঢাকা। একপ্রান্ত ধরে রেখে ৪৩ বলে ৩০ রান করেন তাইবুর রহমান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি।
ফাহাদের ৪ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নেন ইফরান হোসেন, আহমেদ শরিফ ও মাহমুদুল হাসান জয়।
পরে রান তাড়ায় ৫ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৪ রান করেন জয়। অভিজ্ঞ তামিম ইকবাল ৪টি চারে ২৯ বলে খেলেন ২১ রানের ইনিংস।
তিন ম্যাচে চট্টগ্রামের এটি দ্বিতীয় জয়। সমান ম্যাচে ঢাকার পরাজয় দুটি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা: ১৬.৪ ওভারে ৬৪ (আশিকুর ৪, সাইফ ৩, আরিফুল ৪, মাহিদুল ০, তাইবুর ৩০, আরাফাত ০, শুভাগত ৫, সুমন ২, নাজমুল ৫, এনামুল ০, ইকবাল ০*; ফাহাদ ৪-১-১১-৪, ইফরান ২.৪-০-১৩-২, শরিফ ৩-০-১৬-২, নাঈম ৪-০-১১-০, জয় ৩-০-৮-২)
চট্টগ্রাম: ১১ ওভারে ৬৫/০ (জয় ৪৪*, তামিম ২১*; ইকবাল ২-০-১০-০, শুভাগত ৩-০-২০-০, নাজমুল ৩-০-১২-০, সুমন ১-০-১০-০, এনামুল ১-০-১০-০, সাইফ ২-০-৩-০)
ফল: চট্টগ্রাম ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফাহাদ হোসেন
আলিসের স্পিনে মেট্রোর তিনে তিন
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে কুয়াশার কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে খুলনাকে ৬ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। ১৪৭ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি খুলনা।
তিন ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মেট্রো। সমান ম্যাচে খুলনার জয় একটি।
৪ ওভারে মাত্র ২৪ রানে ৩ উইকেট নিয়ে মেট্রোর জয়ের কারিগর আলিস। তার হাতেই ওঠে ম্যাচ-সেরার পুরস্কার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মেট্রোকে ঝড়ো শুরু এনে দেন ইমরানউজ্জামান ও মোহাম্মদ নাঈম শেখ। দুজন মিলে ৪৪ বলে গড়েন ৬৭ রানের জুটি। অষ্টম ওভারে আক্রমণে এসে এই জুটি ভাঙেন মেহেদি হাসান।
৭ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪৬ রান করে ফেরেন ইমরান। নাঈমের ব্যাট থেকে আসে ২১ বলে ২৫ রান।
দুই ওপেনারের বিদায়ের পর কাঙ্ক্ষিত গতি পায়নি মেট্রোর ইনিংস। শামসুর রহমান ১৮ বলে ২৬ রান করলে দেড়শোর কাছে যায় তারা।
বাঁহাতি পেসার মেহেদি ২৫ রানে নেন ৩ উইকেট।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় খুলনা। হতাশ করেন এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহানরা।
আজিজুল হাকিম তামিম পাল্টা আক্রমণের চেষ্টা করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৯ রান করে ফেরেন বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।
শেষ দিকে দুই ছক্কায় জিয়াউর রহমান আশা জাগান। কিন্তু আল আমিন জুনিয়রের দারুণ থ্রোয়ে তার রান আউটে আর পেরে ওঠেনি খুলনা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো: ১৮ ওভারে ১৪৬/৯ (ইমরানউজ্জামান ৪৬, নাঈম ২৫, আনিসুল ২২, আল আমিন ১০, শামসুর ২৬, তাহজিবুল ৫, আবু হায়দার ৮, শহিদুল ০, রকিবুল ০*, আলিস ০; নাহিদুল ৩-০-৩৬-০, আল আমিন ৩-০-২৩-২, মৃত্যুঞ্জয় ৩-০-২৮-২, জায়েদ ৩-০-২০-০, মেহেদি ৪-০-২৫-৩, জিয়াউর ২-০-১৩-০)
খুলনা: ১৮ ওভারে ১৪০/৮ (এনামুল ১৩, ইমরুল ৮, আজিজুল ২৯, মিঠুন ৮, সোহান ১৪, নাহিদুল ১৬, মৃত্যুঞ্জয় ১৩, জিয়াউর ১৭, মেহেদি ১১*, জায়েদ ৬*; রকিবুল ৪-০-২২-২, আলিস ৪-০-২৪-৩, মারুফ ৩-০-২৯-১, শহিদুল ৪-০-৩৪-০, আবু হায়দার ৩-০-২৯-১)
ফল: ঢাকা মেট্রো ৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আলিস আল ইসলাম