ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলতে তাদের এই সিদ্ধান্ত।
Published : 15 Aug 2024, 05:29 PM
আরও দুই ক্রিকেটার সরে দাঁড়ালেন নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে। তারা হলেন ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলতে তাদের এই সিদ্ধান্ত।
কেন উইলিয়ামসনের মতো ‘নৈমিত্তিক’ চুক্তিতে স্বাক্ষর করেছেন কনওয়ে। আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ব্যতীত আগামী এক বছরে নিউ জিল্যান্ডের অন্য সব আন্তর্জাতিক ম্যাচের জন্য পাওয়া যাবে তাকে।
শ্রীলঙ্কা সিরিজের সময়ে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে খেলবেন কনওয়ে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এই টুর্নামেন্টে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ক্রিকেটার।
অ্যালেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কনওয়ে ও অ্যালেন, দুজনই গত মাসে প্রকাশিত বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ছিলেন। এখনও তাদের জায়গায় কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এই মৌসুমের চুক্তি থেকে নিজেকে আগেই সরিয়ে নেন নিউ জিল্যান্ডের সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক উইলিয়ামসন। পরে চুক্তিতে না থাকার ঘোষণা দেন দুই ফাস্ট বোলার লকি ফার্গুসন ও অ্যাডাম মিল্ন। আরেক অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট চুক্তি থেকে সরে দাঁড়ান আগের মৌসুমেই।
কনওয়ের মতো উইলিয়ামসনও জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার লিগে খেলবেন।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিউ জিল্যান্ডের হয়ে খেলার পাশাপাশি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলা বাধ্যতামূলক।