চ্যাম্পিয়ন চট্টগ্রাম, বরিশালের বিপক্ষে মেহেদির ১০ রানে ৮ উইকেট

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 09:47 AM
Updated : 20 Nov 2023, 09:47 AM

হাসান মুরাদের স্পিনে বেশি দূর যেতে পারল না রাজশাহী বিভাগ। ছোট লক্ষ্যে ঝড় তুললেন মাহমুদুল হাসান জয়। অনায়াস জয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ট্রফি ঘরে তুলল চট্টগ্রাম বিভাগ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ছয় ম্যাচে চট্টগ্রামের পঞ্চম জয় এটি। সব মিলিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছে তারা। একইসঙ্গে উঠে গেছে প্রথম স্তরে।

ম্যাচের প্রথম ইনিংসে রাজশাহীকে ১৮৯ রানে থামিয়ে চট্টগ্রাম করে ২৯০ রান। ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বারে রাজশাহী গুটিয়ে যায় ১২৪ রানে। স্রেফ ২.২ ওভারেই ২৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে চট্টগ্রাম। 

৯৯ রানে রাজশাহীর ৬ উইকেট নিয়ে আগের দিনই নিজেদের কাজ অনেকটা এগিয়ে রাখে চট্টগ্রাম। সোমবার এর সঙ্গে আর কেবল ২৫ রান যোগ করতে পারে রাজশাহী। পরে জয়ের ১১ বলে ২১ রানের সৌজন্যে অনায়াসে জেতে স্বাগতিক দল।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া মুরাদ এবার ধরেন ৫ শিকার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বাদশ ৫ উইকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া বাঁহাতি স্পিনারের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৬ উইকেট নেওয়া নাঈম হাসান জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। চট্টগ্রামের এই অফ স্পিনারও ডাক পেয়েছেন আসন্ন টেস্ট সিরিজের দলে।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ১ম ইনিংস:
১৮৯

চট্টগ্রাম ১ম ইনিংস: ২৯০ 


রাজশাহী ২য় ইনিংস: (আগের দিন ৯৯/৬) ৪৪.৫ ওভারে ১২৪ (সাব্বির ৭, সানজামুল ৩৬*, মোহর ১, সাকলাইন ০, রানা ০; হাসান ১১-১-৩৮-২, ইফরান ৩-১-৯-১, নাঈম ১৪.৫-৬-৩১-২, মুরাদ ১৫-২-৪২-৫, জয় ১-০-১-০)

চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ২৪ রান) ২.২ ওভারে (জয় ২১*, পারভেজ ২*; শান্ত ১.২-০-১৮-০, সাব্বির ১-০-৬-০)

ফল: চট্টগ্রাম ১০ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: হাসান মুরাদ

মেহেদির ৮ উইকেট, ৪৬ রানে অলআউট বরিশাল 

বিশ্বকাপ থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেই স্পিনের জাদু দেখালেন শেখ মেহেদি হাসান। বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় বারে তার শিকার ১০ রানে ৮ উইকেট। 

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদির স্পিনে স্রেফ ৪৬ রানে গুটিয়ে গেছে বরিশাল। পরে দ্বিতীয় স্তরের ম্যাচটি ৯ উইকেটে জিতেছে খুলনা বিভাগ। 

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই দলীয় সর্বনিম্ন স্কোর। ২০১৪ সালে রংপুরের বিপক্ষে ঢাকা মেট্রো অলআউট হয়েছিল ৪৮ রানে। এছাড়া চলতি আসরেই চতুর্থ রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে বরিশাল গুটিয়ে গিয়েছিল ৫৪ রান। 

ম্যাচের প্রথম ইনিংসে ২৩৯ রান করে বরিশাল। জবাবে খুলনা থামে ২১৪ রানে। ২৫ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনই ৪২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বরিশাল।

সোমবার আর ৪ রান যোগ করতেই তাদের বাকি ৪ উইকেট নেন মেহেদি। ইনিংসে তার বোলিং বিশ্লেষণ ১১.৩-৭-১০-৮। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ডানহাতি বোলারের এটিই সেরা বোলিং। 

সব মিলিয়ে সানজামুল ইসলামের ৮০ রানে ৯ উইকেট সেরা। তিন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক (দুইবার), সাকলাইন সজীব ও প্রয়াত মোশাররফ হোসেনেরও রয়েছে ইনিংসে ৯ উইকেটের কীর্তি। 

পরে ৭২ রানের লক্ষ্য ছুঁতে স্রেফ ৭.৪ ওভার লাগে খুলনার। এনামুল হক ১২ বলে ১৪ রান করে আউট হন। প্রান্তিক নওরোজ ২২ বলে ৩৩ ও সৌম্য সরকার ১২ বলে ২৮ রানের ইনিংসে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন। 

ছয় ম্যাচে ৪ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরে দ্বিতীয় হয়েছে খুলনা। সমান ম্যাচে ১ জয়ে পাওয়া ৮ পয়েন্টে সবার নিচে বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর: 

বরিশাল ১ম ইনিংস: ২৩৯

খুলনা ১ম ইনিংস: ২১৪

বরিশাল ২য় ইনিংস: (আগের দিন ৪২/৬) ২২.৩ ওভারে ৪৬ (শামসুল ০, রাব্বি ০, সোহাগ ১, নুরুজ্জামান ০*, তানভির ০; মেহেদি ১১.৩-৭-১০-৮, আল আমিন ৮-৩-২৫-১, আফিফ ২-২-০-০, আওলাদ ১-০-৪-১)

খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ৭২ রান) ৭.৪ ওভারে ৭৫/১ (এনামুল ১৪, প্রান্তিক ৩৩*, সৌম্য ২৮*; রাব্বি ৪-০-৩৮-০, তানভির ৩-০-২৫-১, মইন ০.৪-০-১২-০)

ফল: খুলনা ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শেখ মেহেদি হাসান