আইসিসি প্লেয়ার অব দা মান্থ
মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন স্মৃতি মান্ধানা, ননকুলুলেকো এমলাবা ও অ্যানাবেল সাদারল্যান্ড।
Published : 07 Jan 2025, 06:07 PM
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ফের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ডিসেম্বরের সেরার লড়াইয়ে ভারতীয় পেসারের সঙ্গী অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসন।
গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা, দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো এমলাবা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
জাসপ্রিত বুমরাহ (ভারত)
ডিসেম্বরে ৩ টেস্টে ১৪.২২ গড়ে বুমরাহ উইকেট নেন ২২টি। অ্যাডিলেইড টেস্টে প্রথম ইনিংসে ৬১ রানে নেন ৪ উইকেট। ব্রিজবেনে প্রথম ইনিংসে ৭৬ রানে ৬টির পর দ্বিতীয় ইনিংসে ১৮ রানে নেন ৩টি। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন ৯৯ রানে, দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫টি।
এতে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তি গড়েন তিনি।
নভেম্বর মাসের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও শেষ পর্যন্ত সেরার স্বীকৃতি যদিও তিনি পাননি।
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
গত মাসে ৩ টেস্টে ১৭.৬৪ গড়ে কামিন্স নেন ১৭ উইকেট। অ্যাডিলেইডে ইনিংসে পাঁচটিসহ ম্যাচে উইকেট নেন ৭টি, ব্রিজবেনে ৪টি। আর মেলবোর্ন টেস্ট জয়ে তিনি আলো ছড়ান ব্যাটে-বলে। এই ম্যাচে বল হাতে নেন ৬ উইকেট। ব্যাটিংয়ে খেলেন ৪৯ ও ৪১ রানের কার্যকর দুটি ইনিংস।
ড্যান প্যাটারসন (দক্ষিণ আফ্রিকা)
ডিসেম্বরে ২ টেস্টে প্যাটারসন ১৩ উইকেট নেন ১৬.৯২ গড়ে। গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে পাঁচটিসহ ম্যাচে নেন ৭ উইকেট। সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংসে পাঁচটিসহ ম্যাচে শিকার ধরেন মোট ৬টি। দুই ম্যাচই জিতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা।
প্রথমবারের মতো মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫ বছর বয়সী এই পেসার।
স্মৃতি মান্ধানা (ভারত)
সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে ডিসেম্বরে ৪৬৩ রান করেন মান্ধানা। ৬ ওয়ানডেতে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৪৫ গড় ও ৯১.৫২ স্ট্রাইক রেটে করেন ২৭০ রান। ৩ টি-টোয়েন্টিতে টানা তিন ফিফটিতে ১৯৩ রান করেন ১৫৯.৫০ স্ট্রাইক রেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত সিরিজটি জিতে নেয় ২-১ ব্যবধানে।
ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)
ডিসেম্বরে ইতিহাস-গড়া বোলিং উপহার দেন বাঁহাতি এই স্পিনার। ব্লুমফন্টেইনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে নেন ১০ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে মেয়েদের টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ম্যাচটি যদিও হেরে যায় তার দল।
এছাড়া গত মাসে তিনটি ওয়ানডে খেলে ২ উইকেট নেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)
ডিসেম্বরে ব্যাট-বলে আলো ছড়ান সাদারল্যান্ড। ৬ ওয়ানডেতে ব্যাট হাতে ২৬৯ রান করেন ৬৭.২৫ গড় ও ১১৩.৯৮ স্ট্রাইক রেটে। টানা দুটি সেঞ্চুরি করেন ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। এছাড়া বল হাতে ওভারপ্রতি ৩.৮৫ রান দিয়ে উইকেট নেন ৯টি।
দুটি সিরিজেই সেরার খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি।