নাহিদ রানার গতি নিয়ে জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামসের মন্তব্যের জবাব দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
Published : 19 Apr 2025, 08:44 PM
নাহিদ রানার বোলিং হয়তো টিভিতে দেখেছেন শন উইলিয়ামস। মাঠে বা অনুশীলনে দেখে থাকতে পারেন দূর থেকে। তবে তার নিজের খেলার অভিজ্ঞতা হয়নি এখনও। সেই অভিজ্ঞতা ভালোভাবেই আছে নাজমুল হোসেন শান্তর। সেই একাডেমির দিনগুলো থেকে এখন জাতীয় দলের নেটে, নাহিদকে নিয়মিতই খেলেন তিনি। বাংলাদেশ অধিনায়ক তাই বললেন, মাঠে ব্যাটিংয় নামলেই বাংলাদেশের তরুণ গতি তারকার তেজ টের পাবে জিম্বাবুয়ে।
নাহিদের মতো অস্ত্র থাকলে সিরিজ শুরুর আগে প্রতিপক্ষকে কিছু হুমকিধামকি দেওয়া যায় বটে। তবে শান্তর এই মন্তব্যের পেছনে খানিকটা গল্পও আছে।
আন্তর্জাতিক ক্রিকেটে যতটুকু খেছেলেন নাহিদ, নজর কেড়েছেন গতি দিয়েই। তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক অনেক তারকাও। বাংলাদেশের তরুণ ফাস্ট বোলারের গতির চ্যালেঞ্জের প্রসঙ্গেই শুক্রবার জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়ামস বলেছেন, এমন গতিময় বোলার বিশ্ব ক্রিকেটে কম নেই। বোলিং মেশিনে আরও দ্রুতগতির বল খেলে প্রস্তুতি নেওয়ার কথাও তিনি বলেছিলেন।
উইলিয়ামসের সেই মন্তব্যের জবাবে টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষক খোলামেলা চ্যালেঞ্জই ছুড়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
“এটা কালকে ম্যাচে নাহিদ যখন বল করবে এবং প্রতিপক্ষ যখন ব্যাট করবে, তখন আপনি তাদের শরীরী ভাষা দেখলেই বুঝতে পারবেন যে, নাহিদ রানা কত জোরে বল করে এবং সে কতটা অসাধারণ।”
গতির পাশাপাশি দ্রুত শেখার তাড়না ও পরিণত মানসিকতা দিয়েও ছোট্ট ক্যারিয়ারে নিজেকে আলাদা করে তুলে ধরেছেন নাহিদ। তবে ২২ বছর বয়সী ফাস্ট বোলারের কাছ থেকে আপাতত শুধু গতির ঝড়ই দেখতে চান অধিনায়ক।
“প্রথম দিন থেকেই… ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, রাজশাহী বিভাগে খেলেছে, আগে যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে অনুশীলন করে, তখন থেকে এখনও পর্যন্ত ওকে একটা বার্তাই দেওয়া হয়েছে যেন ১৪০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে বল করে। এখনও পর্যন্ত বার্তাটি পরিষ্কার এবং আমি আশা করব, কালকে যদি ওর খেলার সুযোগ আসে, ও যেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে।”
জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভাইন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন, উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া আছে। ম্যাচের দিন সেই ঘাস কতটা রাখা হয়, কৌতূহল থাকবে বটে। যদি উইকেট সবুজাভ রাখাই হয়, হয়তো জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই নেবেন নাহিদ।