জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের দুই ম্যাচেই প্রথম দিন দাপট দেখিয়েছে বোলাররা। দুই ম্যাচ মিলিয়ে ফিফটি হয়েছে স্রেফ একটি। দুই ম্যাচেই প্রথম দিন পড়েছে ১২টি করে উইকেট।
বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে দিনের একমাত্র ফিফটি করেছেন মইন খান। তার ৬৩ রানের সৌজন্যে অলআউট হওয়ার আগে ১৯৬ রান করেছে বরিশাল। জবাবে ২ উইকেটে ৭৭ রানে দিন শেষ করেছে রাজশাহী।
সতেজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। নাহিদ রানা, শফিকুল ইসলামদের তোপে স্রেফ ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বরিশাল।
সপ্তম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪৭ রানের জুটি গড়েন মইন ও সোহাগ গাজী। এই জুটি ভাঙেন সানজামুল ইসলাম। বোল্ড হয়ে ফেরা সোহাগ করেন ৩২ রান।
দলকে দেড়শ পার করিয়ে আউট হন ক্যারিয়ারে নবম ফিফটিতে ৫ চারে ১২৮ বলের ইনিংস খেলা মইন। শেষ উইকেটে রুয়েল মিয়া, তানভির ইসলাম ৪১ রান যোগ করলে দুইশর কাছাকাছি যায় বরিশাল।
দিনের শেষ সেশনে মিজানুর রহমান, ইমরানউজ্জামানের উইকেট হারায় রাজশাহী। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে অপরাজিত সাব্বির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
বরিশাল ১ম ইনিংস: ৬৬.১ ওভারে ১৯৬ (আবু সায়েম ৭, ইফতেখার ০, ফজলে ৪, জাকারিয়া ১, নুরুজ্জামান ১১, হাফিজুর ১৪, মইন ৬৩, সোহাগ ৩২, কামরুল ৮, রুয়েল ২৮*, তানভির ২০; রানা ১৬-৪-৪৮-২, শফিকুল ৯-৪-১৩-২, তাইজুল ১৯.১-৩-৬৩-২, সাব্বির হোসেন ৭-১-৩৫-১, সানজামুল ১৫-৭-৩২-২)
রাজশাহী ১ম ইনিংস: ২৩ ওভারে ৭৭/২ মিজানুর ১০, সাব্বির হোসেন ৪৫*, ইমরানউজ্জামান ০, আশিক ৭*; কামরুল ৬-১-২৩-০, রুয়েল ৭-১-৩১-১, তানভির ৭-২-১১-১, সোহাগ ২-০-৭-০, জাকারিয়া ১-০-১-০)
সৌম্যর ৪৮ রানের পর ১ উইকেট
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ১৫৫ রানে গুটিয়ে গেছে খুলনা। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে চট্টগ্রাম করেছে ৫১ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই প্রান্তিক নওরোজের উইকেট হারায় খুলনা। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও অমিত মজুমদার।
মধ্যাহ্ন বিরতির আগের ওভারে মাহমুদল হাসান জয়ের বলে কট বিহাইন্ড হন সৌম্য। ৯২ বলে ৭ চারে তিনি করেন ৪৮ রান। এরপর আর তেমন কোনো জুটি হয়নি খুলনার।
ইয়াসিন আরাফতের বলে ক্যাচ আউট হওয়া অমিত করেন ১১৬ বলে ৩৬ রান। মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহানরা হতাশ করলে অল্পেই গুটিয়ে যায় খুলনা।
বল হাতে ৩টি করে উইকেট নেন ইয়াসিন ও এনামুল হক। হাসান মুরাদ ও জয় ধরেন ২টি করে শিকার।
পরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জয়ের উইকেট হারায় খুলনা। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন। ৫ চারে ৫৭ বলে ২৯ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
খুলনা ১ম ইনিংস: ৫৮.৪ ওভারে ১৫৫ (প্রান্তিক ০, অমিত ৩৬, সৌম্য ৪৮, মিঠুন ৫, আফিফ ৫, সোহান ১৪, নাহিদুল ১২, জিয়া ২৫, টিপু ০, হালিম ০, আল আমিন ০*; ইয়াসিন ১৪-৬-৩১-৩, এনামুল ১১-১-৫৯-৩, নাঈম ১৩-৫-২৪-০, মুরাদ ১২.৪-৪-২৭-২, জয় ৮-৪-৮-২)
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৮ ওভারে ৫১/২ (জয় ০, পারভেজ ২৯, শাহাদাত ১৪*, মুরাদ ০*; আল আমিন ৬-৩-৫-১, হালিম ৬-০-২৩-০, জিয়া ৩-১-১২-০, সৌম্য ৩-১-৩-১)