অভিজ্ঞ রোহিত শার্মার উপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করাটা তার জন্য বিব্রতকর কিছু হবে না বলেই মনে করেন হার্দিক পান্ডিয়া।
Published : 18 Mar 2024, 09:27 PM
দলে রোহিত শার্মার মতো সফল অধিনায়ক থাকার পরও মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হার্দিক পান্ডিয়াকে দেওয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে এসবে কান দিচ্ছেন নতুন অধিনায়ক। ভারতীয় এই অলরাউন্ডারের বিশ্বাস, তাকে সাহায্য করতে সবসময় পাশে থাকবেন অভিজ্ঞ রোহিত।
আইপিএল ইতিহাসের সফলতম দুই অধিনায়কের একজন রোহিত। তার নেতৃত্বে এক দশক ধরে খেলা মুম্বাই শিরোপা জিতেছে পাঁচবার। সেই রোহিতকেই এবার নেতৃত্ব থেকে সরিয়ে পান্ডিয়াকে গুরুদায়িত্বটি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সেই ২০১৩ সাল থেকে মুম্বাইয়ের অধিনায়কত্ব করে আসছিলেন রোহিত। তার নেতৃত্বেই ২০১৫ সালে আইপিএল অভিষেক হয় পান্ডিয়ার। টানা সাত আসরে মুম্বাইয়ের হয়ে সব মিলিয়ে ৯২ ম্যাচ খেলেন তিনি। শিরোপার স্বাদ পান চারবার।
টুর্নামেন্টের গত দুটি আসরে পান্ডিয়া নেতৃত্ব দেন গুজরাট টাইটান্সকে। তার হাত ধরে ২০২২ সালে নিজেদের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। গত আসরে তারা হয় রানার্সআপ।
আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ কাজে লাগিয়ে গত নভেম্বরে গুজরাট থেকে পান্ডিয়াকে দলে ফেরায় মুম্বাই। পরের মাসেই অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।
মুম্বাইয়ের এমন সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেননি ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই। কারো মতে, পান্ডিয়ার নেতৃত্বে খেলতে অস্বস্তিতে থাকবেন রোহিত। আবার কেউ বলছেন, রোহিতের উপস্থিতিতে এই দলকে নেতৃত্ব দেওয়া পান্ডিয়ার জন্য হবে চ্যালেঞ্জিং।
এবারের আসর শুরুর আগে সোমবার মুম্বাইয়ের প্রথম সংবাদ সম্মেলনে কোচ মার্ক বাউচারের সঙ্গে উপস্থিত ছিলেন পান্ডিয়াও। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, রোহিতকে নেতৃত্ব দেওয়া কিংবা পুরো ব্যাপারটি বিব্রতকর কিছু হবে কিনা তার জন্য। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বললেন, সব কিছুই স্বাভাবিক থাকবে।
“তেমন কিছু হবে না, কারণ আমার সাহায্যের প্রয়োজন হলে তিনি সবসময় এগিয়ে আসবেন। একই সঙ্গে, তিনি ভারত দলের অধিনায়ক, যেটা আমাকে সাহায্য করবে। তার নেতৃত্বে এই দল (মুম্বাই) অনেক কিছু অর্জন করেছে। এখন থেকে তিনি যা অর্জন করেছেন, সেই পথে আমি দলকে এগিয়ে নেব।”
“তাই আমি মনে করি না, এটা (রোহিতের উপস্থিতিতে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া) বিব্রতকর কিংবা ভিন্ন কিছু হবে। দারুণ এক অনুভূতি হবে, কারণ আমরা একসঙ্গে ১০ বছর ধরে খেলছি, আমার পুরো ক্যারিয়ারে তার নেতৃত্বে খেলেছি। হ্যাঁ আর, আমি জানি মৌসুম জুড়ে তিনি আমার পাশে থাকবেন।”
আগামী শুক্রবার শুরু হবে এবারের আইপিএল। গুজরাটের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার পথচলা শুরু করবে মুম্বাই।