ভারত-নিউ জিল্যান্ড সিরিজ
তবে নিজেকে সান্ত্বনা দিতেই হয়তো ভারত অধিনায়ক এরপর বললেন, ৩৬৫ দিনের মধ্যে ২-৩টি ভুল হতেই পারে।
Published : 17 Oct 2024, 09:37 PM
স্যাঁতস্যাঁতে উইকেটে টস জিতে ব্যাটিং নিলেন রোহিত শার্মা। সিদ্ধান্ত বুমেরাং হয়ে আসতে বেশি সময় লাগল না। প্রথম সেশনেই ড্রেসিং রুমে ফিরলেন ছয় ব্যাটসম্যান। পঞ্চাশের আগে শেষ গোটা ইনিংস। এমন ভরাডুবির পর টসের সিদ্ধান্তে ভুল করার কথা স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক।
বেঙ্গালুরু টেস্টে বৃহস্পতিবার ভুলে যাওয়ার মতো দিন কাটিয়েছে ভারত। নিউ জিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও উইল ও’রোকের তোপে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ঘরের মাঠে তাদের সর্বনিম্ন স্কোর এটি। এশিয়ায় যে কোনো দলের পঞ্চাশের নিচে অলআউট হওয়ার প্রথম ঘটনা এটি।
এরপর ব্যাটিংয়ে দারুণ শুরু করেছে কিউইরা। বৃষ্টিতে প্রথম দিন ভেসে যাওয়া ম্যাচের দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৮০ রান। ডেভন কনওয়ের ৯১ রানের সৌজন্যে এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ১৩৪।
হতাশাময় দিনের শেষে আলোচনায় ভারতের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। আগের দিনের বৃষ্টির কারণে চব্বিশ ঘণ্টার বেশি সময় উইকেট ঢাকা ছিল। দ্বিতীয় দিন সকালেও দেখা মেলেনি সূর্যের। মেঘলা আকাশের নিচে বোলারদের জন্য উইকেটে বাড়তি কিছু থাকাই স্বাভাবিক। তবু কেন আগে ব্যাটিং, তা নিয়েই এখন যত আলোচনা।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠতেই কোনোরকম অজুহাত না দিয়ে নিজেদের ভুল স্বীকার করে নেন রোহিত।
“(উইকেট) দেখে মূল্যায়নের চেষ্টা করা হয়। কখনও সিদ্ধান্ত সঠিক হয়, কখনও নয়। আজকে মাঠে আমি ভুল দিকে ছিলাম। আমার কিছুটা দুঃখ হচ্ছে, কারণ সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। তবে দল হিসেবে আমাদের জন্য এগুলোই চ্যালেঞ্জ।”
তবে সার্বিকভাবে বিষয়টি একটু ভিন্নভাবে দেখতে চান রোহিত। ঘরের মাঠে দারুণ ছন্দে থাকা দলের ক্রিকেটাররা চাপের মুখে চ্যালেঞ্জের জবাব কীভাবে দেন, সেটি দেখতে চান ভারত অধিনায়ক।
“আমরা ভালো খেলতে চাই। নিজেদের চ্যালেঞ্জ করতে চাই। এবার এর ফল যদিও ভালো হয়নি। চ্যালেঞ্জের জবাব আমরা ভালোভাবে দিতে পারিনি।”
“আমরা নিজেদের এমন এক পরিস্থিতিতে নিয়ে গেলাম, ৪৬ রানে গুটিয়ে গেলাম। অধিনায়ক হিসেবে অবশ্যই এই সংখ্যা দেখে কষ্ট হচ্ছে। তবে ৩৬৫ দিনে আপনি ২-৩টি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তো ঠিক আছে।”
ম্যাচে দুই দলের একাদশেও আছে বৈপরীত্য। তিন পেসার, এক বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে দুই স্পিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে নিউ জিল্যান্ড। আর ভারতের একাদশে তৃতীয় পেসার আকাশ দিপকে বাদ দিয়ে যোগ করা হয়েছে তৃতীয় স্পিনার কুলদিপ ইয়াদাভকে।
এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও নিজেদের ভুল বুঝতে পারছেন রোহিত।
“আমাদের মনে হয়েছে, খুব বেশি ঘাস নেই। আমরা ভেবেছিলাম, প্রথম কয়েক সেশনেই যা করার করতে হবে এবং সবসময়ের মতো ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে টার্ন করতে শুরু করবে। ভারতে যখন খেলি, এমনই হয়। প্রথম সেশন কঠিন হয় এবং উইকেট সহজ হয়। এরপর স্পিনাররা ছাপ রাখতে শুরু করে।”
“যেমনটা বললাম, উইকেটে তেমন ঘাস ছিল না। তাই কুলদিপকে অন্তর্ভুক্ত করার কথা মনে হয়েছে। কারণ সে ফ্ল্যাট পিচে বোলিং করেছে, উইকেট নিয়েছে। এখন যা দেখা যাচ্ছে, এর চেয়ে বেশি ফ্ল্যাট উইকেট আশা করেছিলাম আমরা। তো উইকেট পড়তে পরিষ্কারভাবে ভুল করেছি আমরা।”