২৬৬ স্ট্রাইক রেটে খুশদিলের ৬৪

উইকেটে গিয়েই বিধ্বংসী ব্যাটিংয়ে ইনিংসের রঙ পাল্টে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2023, 09:49 AM
Updated : 19 Jan 2023, 09:49 AM

বিপিএলের চট্টগ্রাম পর্বে দলের প্রথম ম্যাচেই ঝড় তোলেন খুশদিল শাহ। তবে বাকিদের ব্যর্থতায় সেদিন জয় পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচ পর আবারও উত্তাল পাকিস্তানি অলরাউন্ডারের ব্যাট। এবার বিধ্বংসী ব্যাটিংঢে আসরের দ্রুততম ফিফটি করে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচে দলকে পৌঁছে দিলেন বড় সংগ্রহে।  

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার স্রেফ ২৪ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলেন খুশদিল। ইনিংসের স্ট্রাইক রেট ২৬৬.৬৬। 

তার বিস্ফোরক ইনিংসের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১৮৪ রানের সংগ্রহ পায় টানা তৃতীয় জয়ের অভিযানে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা শুরুতেই ধাক্কা খায়। রানের খাতা খোলার ফেরেন আগের দুই ম্যাচের নায়ক লিটন দাস। বড় কিছুর আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি ইমরুল কায়েস, জনসন চার্লসরা। মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত আগলে রাখলেও রানের গতি বাড়াতে পারছিলেন না। পাঁচ নম্বরে খুশদিল নামতেই পুরোপুরি বদলে যায় ইনিংসের রঙ। 

১৪তম ওভারের প্রথম বলে উইকেটে যান খুশদিল। আউট হন ১৯তম ওভারের শেষ বলে। মাঝে রিজওয়ানের সঙ্গে ৩৬ বলে গড়েন ৮৪ রানের জুটি। যেখানে রিজওয়ানের অবদান ১২ বলে স্রেফ ১৫ রান। বাকিটা খুশদিলের তাণ্ডব। 

দ্বিতীয় বলে রানের খাতা খোলার পর খুশদিল প্রথম বাউন্ডারি মারেন সপ্তম বলে। এরপর তিনি বইয়ে দেন চার-ছক্কার স্রোত। আমির হামজা হোতাকের ওই ওভারে টানা তিন ছয়ের পাশাপাশি আরও দুই বাউন্ডারি মারেন কুমিল্লার ২৯ বছর বয়সী অলরাউন্ডার। ওভার থেকে আসে মোট ২৯ রান। 

এবারের বিপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে খরুচে ওভার এটিই। ২০১৭ সালে মোহাম্মদ সাইফ উদ্দিনের ওভার থেকে আসা ৩২ রানের রেকর্ড অবশ্য অটুট রয়ে যায়। 

পরের ওভারে মুক্তার আলির বলে জোড়া ছক্কা মারেন খুশদিল। এক বল পর বোলার মাথার ওপর দিয়ে মারেন চার। পরের ওভারে খুশদিলের ব্যাটে হ্যাটট্রিক চারের তেতো স্বাদ পান তার স্বদেশি পেসার মোহাম্মদ ইমরান।  

ইমরানের ওভারে প্রথম চারেই স্রেফ ১৮ বলে পঞ্চাশ পূরণ হয় খুশদিলের। যা এবারের আসরে দ্রুততম ফিফটি। রংপুর রাইডার্সের রনি তালুকদার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কুমিল্লার বিপক্ষেই ফিফটি করেছিলেন ১৯ বলে।  

পঞ্চাশ পেরিয়ে পরের পাঁচ বলে আরও ১৩ রান নেন খুশদিল। শেষ পর্যন্ত সৌম্য সরকারের স্লোয়ারে এলবিডব্লিউ হয়ে থামে তার ৭ চার ও ৫ ছয়ে সাজানো ইনিংস। 

তার ব্যাটিং ঝড়ে শেষ ৬ ওভারে অবিশ্বাস্যভাবে ৯৪ রান তোলে কুমিল্লা।