প্রবল চাপের মধ্যে ঘুরে দাঁড়িয়ে প্রথমবার শিরোপা জেতা আসর তামিম ইকবালদের হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে।
Published : 08 Feb 2025, 10:15 AM
মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসের পাশে এখন তামিম ইকবাল। টানা দুই আসরে বিপিএল শিরোপা জিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কীর্তিতে নাম লিখিয়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক হিসেবেও তামিমের কৃতিত্ব একই। তবে রেকর্ডছোঁয়া এবারের আসর নয়, বরং গত বছরের প্রথম শিরোপার স্বাদই এখনও তামিমের কাছে বেশি প্রিয়।
বিপিএলের ২০২৪ সালের আসরে প্রথম বরিশালে নাম লেখার তামিম। দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারেই তিনি করেন বাজিমাত। সবাইকে ছাড়িয়ে ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলে প্রথম চ্যাম্পিয়ন হয় বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ২০২৫ সালে ট্রফি ঘুরে তুলল বরিশাল।
গত বছরের সঙ্গে বরিশালের এবারের পারফরম্যান্সের বিস্তর ব্যবধান। ২০২৪ সালে প্রথম চার ম্যাচে মাত্র একটি জিতে শুরুতেই চাপে পড়ে যায় বরিশাল। পরে লিগ পর্বের শেষ পাঁচ ম্যাচে চারটি জিতে তৃতীয় হয়ে প্লে-অফের টিকেট নিশ্চিত করে তারা।
এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিদায় করে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকেন তামিমরা। পরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে বিদায় করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় তারা।
ফাইনাল ম্যাচে তামিমের ২৬ বলে ৩৯, কাইল মেয়ার্সের ৩০ বলে ৪৬ রানের সৌজন্যে ১৫৫ রানের লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে বরিশাল।
এবার অত চড়াই-উতরাই ছিল না। প্রত্যাশার পথে ছুটেই সাফল্য আদায় করে নিয়েছে তারা। সেই প্রাপ্তির উপলব্ধি তামিমের আছে। শিরোপা জিতে তিনি বললেন, গতবারের তৃপ্তিই ছিল বেশি।
“আমার মনে হয়, গতবারের যাত্রাটা ছিল এপিক! সেটি আমার হৃদয়ের খুব খুব কাছের। কিছু দিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেবার অর্ধেক টুর্নামেন্ট থেকেই আমরা বাদ পড়ার এক ম্যাচ দূরে ছিলাম। সেখান থেকে জিততে জিততে সেমি-ফাইনালে (প্লে-অফে) এসে পুরোপুরি ভিন্ন দল হয়ে যাওয়া।”
“ব্যাটিং ও বোলিংয়ে (কাইল) মেয়ার্সের অবদান অসাধারণ ছিল। এমনকি আজকেও। তো ওই ট্রফিটা জেতা... প্রথমবার বরিশালের চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের মানুষের জন্য। সেটি আমাদের হৃদয়ের খুব কাছের।”
এবারের আসরে শুরু থেকেই ফেবারিট ছিল বরিশাল। প্রথম পর্বে ১২ ম্যাচের ৯টি জিতে তারা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। পরে প্রথম কোয়ালিফায়ার জিতেই পেয়ে যায় ফাইনালের টিকেট। আর শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে পুনরাবৃত্তি করে গত বছরের সাফল্যের ।
এই আসরে দলের দাপুটে পারফরম্যান্সে সন্তুষ্টি থাকলেও বরিশালের প্রথম শিরোপাই তামিমের বেশি পছন্দের।
“এই বছর আমরা আসরজুড়ে দাপট দেখিয়েছি। রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচ ও চিটাগং কিংসের বিপক্ষে এক ম্যাচ শুধু... এর বাইরে পুরো টুর্নামেন্ট আধিপত্য দেখিয়েছি। আমাদের যখন ১৭০-১৮০ রানের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, খুব ভালো রেসপন্স করেছি। আজকেও, খুলনার সঙ্গেও। এটিও বিশেষ অনুভূতি। তবে দুটির মধ্যে একটি বেছে নিতে বললে আমি সবসময় প্রথমটি নেব।”
দুই শিরোপা জয়েই বড় অবদান রেখেছেন তামিম। গত বছর তিন ফিফটিতে করেছিলেন আসরের সর্বোচ্চ ৪৯২ রান। ফাইনাল ম্যাচে ১৫৫ রানের লক্ষ্যে খেলেছিলেন ৩৯ রানের ঝড়ো ইনিংস। বিপিএলের সেরা ব্যাটসম্যানের পাশাপাশি তিনি জিতেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার।
এবার সবাইকে ছাড়িয়ে যেতে পারেননি তামিম। তবে চার ফিফটিতে ৪১৩ রান করে তিনিই দলের সেরা ব্যাটসম্যান। ফাইনালে ১৯৫ রানের লক্ষ্যে ২৯ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংসে বরিশাল অধিনায়ক গড়ে দেন জয়ের ভিত। ফাইনালের সেরার পুরস্কার ওঠে তার হাতে।
ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি এগিয়ে রাখছেন গত বছরের তামিমকে।
“আমার কথা... আমার মনে হয়, অন্যটি (২০২৪ সালের) ভালো ছিল। বিশেষ করে এই কারণে যে... যা কিছু ঘটেছিল, এরপর যেভাবে ফিরে এসেছি, আমি রান করেছি। প্রায় সব পুরস্কার মনে হয় পেয়েছিলাম। সেটি বিশেষ ছিল। তবে আজকের ইনিংস... এই ধরনের ইনিংস আমাকে বিশ্বাসটা দেয় আমার মধ্যে এখনও (অনেক কিছু) আছে।”