Published : 12 Jun 2015, 10:05 PM
পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার দুপুরে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার (বিপদসীমা ৫২ মিটার ৪০ সেন্টিমিটার) দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
নীলফামারী পানি উনয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্রের বরাত দিয়ে ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, দুই দিনের টানা বৃষ্টিপাত আর উজানের ঢলের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে তিস্তার পানি বাড়তে থাকে।
তিনি জানান, উজান থেকে আসা পানির প্রবাহ দেখে ধারণা করা হচ্ছে, যে কোনো সময় পানি ব্যারাজের বিপদসীমা অতিক্রম করতে পারে।
শুক্রবার ডালিয়া পয়েন্টে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
প্লাবিত এলাকাগুলো হচ্ছে ডিমলা উপজেলার চডডরগ্রাম বাইশপুকুর, কিসামত ছাতনাই, পূর্বছাতনাই ঝাড়শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাষানীর চর, কিসামতের চর, ছাতুনামা, জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও চরগ্রাম।
ডিমলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, বৃহস্পতিবার রাত থেকে তিস্তার নদীর পানি আশংকাজনকভাবে বাড়তে থাকে।