কোহলির সঙ্গে ব্যবধান কমালেন রোহিত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2022 07:39 PM BdST Updated: 09 Feb 2022 07:39 PM BdST
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা চমৎকার ইনিংসের ছাপ পড়েছে রোহিত শর্মার র্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে ওঠার পথে আরেকটু এগিয়ে গেছেন ভারত অধিনায়ক। সেখানে থাকা বিরাট কোহলির সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন তিনি।
গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত রোববার ৬ উইকেটে জেতা প্রথম ওয়ানডেতে ৬০ রানের ইনিংস খেলেন রোহিত। ১৭৭ রান তাড়ার ম্যাচে কোহলি করেন কেবল ৮। এতে দুই জনের রেটিং পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে এখন ২১।
তিনে থাকা রোহিতের পয়েন্ট এখন ৮০৭, সাবেক অধিনায়ক কোহলির রেটিং পয়েন্ট ৮২৮। আগের মতোই শীর্ষে থাকা বাবর আজমের রেটিং ৮৭৩।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে কেবল ৮ রান করতে পারেন শেই হোপ। যার ফলে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে নেমে গেছেন এই ক্যারিবিয়ান।
তার অবনতিতে গত ছয় মাসের বেশি সময় ধরে ওয়ানডে না খেলেও এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ফখর জামান ও জো রুটের। নবম স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ফখর, ইংলিশ ব্যাটসম্যান রুট আছেন ১০ নম্বরে।
ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
অলরাউন্ডারদের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান সবার ওপরে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিফটি করে জেসন হোল্ডার এই তালিকায় ৪ ধাপ উন্নতি করে আছেন সেরা ২০ জনের মধ্যে।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের