গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত রোববার ৬ উইকেটে জেতা প্রথম ওয়ানডেতে ৬০ রানের ইনিংস খেলেন রোহিত। ১৭৭ রান তাড়ার ম্যাচে কোহলি করেন কেবল ৮। এতে দুই জনের রেটিং পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে এখন ২১।
তিনে থাকা রোহিতের পয়েন্ট এখন ৮০৭, সাবেক অধিনায়ক কোহলির রেটিং পয়েন্ট ৮২৮। আগের মতোই শীর্ষে থাকা বাবর আজমের রেটিং ৮৭৩।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে কেবল ৮ রান করতে পারেন শেই হোপ। যার ফলে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে নেমে গেছেন এই ক্যারিবিয়ান।
তার অবনতিতে গত ছয় মাসের বেশি সময় ধরে ওয়ানডে না খেলেও এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ফখর জামান ও জো রুটের। নবম স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ফখর, ইংলিশ ব্যাটসম্যান রুট আছেন ১০ নম্বরে।
ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
অলরাউন্ডারদের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান সবার ওপরে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিফটি করে জেসন হোল্ডার এই তালিকায় ৪ ধাপ উন্নতি করে আছেন সেরা ২০ জনের মধ্যে।