কোচ ও অধিনায়কের ডাকে অবসর ভেঙে ৩৬ বছর বয়সে টেস্ট ক্রিকেটে ফেরার কথা ভাবছেন এই স্পিনিং অলরাউন্ডার।
বোর্ডের এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেন উইলিয়ামসনের না থাকার বিষয়টি। তার জায়গায় অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম।
নিউ জিল্যান্ডকে এখন পর্যন্ত একটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। গত জানুয়ারিতে উইলিয়ামসনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনির সেই ম্যাচে ২৭৯ রানে হেরেছিল নিউ জিল্যান্ড।
শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে সিরিজের শেষ টেস্টটি। এ ম্যাচে নিউ জিল্যান্ডের তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন গত টেস্টে অভিষেক হওয়া উইল ইয়াং, জানান নিউ জিল্যান্ড কোচ।
সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৩৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে নিউ জিল্যান্ড। ওই ম্যাচে ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন উইলিয়ামসন।