প্রতিপক্ষের রান উৎসবে কামরুলের হ্যাটট্রিক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2020 04:33 PM BdST Updated: 08 Dec 2020 07:08 PM BdST
প্রতিপক্ষের রান তখন পেরিয়ে গেছে দুইশ। ছক্কার পর ছক্কায় সেঞ্চুরি করেছেন এক ব্যাটসম্যান। এমন রান প্রবাহের ইনিংসেই একটু উল্টো স্রোত বইয়ে দিলেন কামরুল ইসলাম রাব্বি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিলেন বরিশালের এই পেসার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে এই স্বাদ পান কামরুল। ইনিংসের শেষ ওভারে টানা তিন বলে ফেরান নুরুল হাসান সোহান, সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও ও ফরহাদ রেজাকে। এক বল পর তার শিকার মোহাম্মদ সাইফ উদ্দিন।
হ্যাটট্রিকের আগে ৩ ওভারে ৩৯ রান গুনেছিলেন কামরুল। শেষ ওভারের প্রথম বলে বিদায় নেন সোহান, পরের বলে শান্ত। হ্যাটট্রিক বল উড়িয়ে মেরে লং অফ সীমানায় ধরা পড়েন ফরহাদ রেজা। হ্যাটট্রিকের কোনো উদযাপন অবশ্য দেখা যায়নি কামরুল ও তার সতীর্থদের।
নতুন ব্যাটসম্যান সাইফ উদ্দিন উইকেটে গিয়ে প্রথম বলেই মারেন বাউন্ডারি। পরের বলে সাইফ ধরা পড়েন লং অনে। এই ৪ উইকেটের ৩টি ক্যাচই নেন সাইফ হাসান। ওভারের শেষ বলে হজম করেন ছক্কা।
২০ ওভারের ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বাংলাদেশের চতুর্থ বোলার কামরুল। প্রথম হ্যাটট্রিক করেছিলেন যিনি, সেই আল আমিন হোসেনের হ্যাটট্রিক আছে দুটি।
২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে আল আমিন শুধু হ্যাটট্রিকই করেননি, টানা চার বলে নিয়েছিলেন উইকেট। ওই ওভারে তার শিকার ছিল ৫ উইকেট। ওভারের প্রথম বলে সেদিন মেহেদি হাসানকে আউট করার পর তৃতীয় বল থেকে ষষ্ঠ বলে তিনি টানা ফেরান নাজমুল হোসেন মিলন, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম জুনিয়র ও নাবিল সামাদকে।
আল আমিনের পরের হ্যাটট্রিক ২০১৫ সালে বিপিএলে। এবার তার শিকার রবি বোপারা, মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেন আলিস আল ইসলাম, ২০১৯ সালে বিপিএলে। তার তিন উইকেট ছিল মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজা।
এরপর গত বছর প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন পেসার মানিক খান। প্রাইম দোলেশ্বরের হয়ে তার তিন শিকার ছিল বিকেএসপির ফাহাদ খান, পারভেজ হোসেন ও রাতুল খান।
এবার সেই তালিকায় নাম লেখালেন কামরুল। প্রতিপক্ষ ২০ ওভারে ২২০ রান তোলার ম্যাচে অবশ্য এই হ্যাট্রট্রিক তেমন কোনো প্রভাব রাখতে পারেনি।
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি