মাহমুদউল্লাহ-সাকিবদের দলে মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020 05:50 PM BdST Updated: 06 Dec 2020 06:14 PM BdST
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানদের সঙ্গে একই দলে ঠাঁই পেলেন মাশরাফি বিন মুর্তজা। চার দলের লটারিতে অভিজ্ঞ পেসারকে পেয়েছে জেমকন খুলনা দল।
মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে খুলনার সঙ্গে ছিল ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার লটারিতে বিসিবি পরিচালক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের তোলা টোকেনে ছিল খুলনার নাম।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিল না মাশরাফির নাম। টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলার সময় মাশরাফি ফিট হলে এবং একাধিক দল তাকে পেতে আগ্রহী হলে তাদের মধ্যে লটারি করা হবে।
এই টুর্নামেন্টের জন্য জৈব-সুরক্ষা বলয়ে ঢোকার আগে অবশ্য কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে মাশরাফিকে। রোববার সকালেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিন সপ্তাহের বেশি করোনাভাইরাসে ভুগে জুলাইয়ের মাঝামাঝি সেরে ওঠেন বাংলাদেশর সফলতম ওয়ানডে অধিনায়ক।
লটারি হওয়ার আগে আরেকটি বাধা পেরোতে হয় মাশরাফিকে। রোববার সকালে ফিটনেস পরীক্ষা হয় তার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে বিপ টেস্টে উতরে যান তিনি।
কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে মঙ্গলবারই মাঠে দেখা যেতে পারে মাশরাফিকে। খুলনা সেদিন লড়বে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড