দাবা
দুবাইয়ের আসরে এ নিয়ে তিন জন গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্রয়ের কৃতিত্ব দেখালেন বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।
Published : 11 May 2024, 12:53 AM
যে চমক দিয়ে দুবাইয়ের পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ-মাস্টার্স শুরু করেছিলেন মোহাম্মদ ফাহাদ রহমান, তা পুরোপুরি ধরে রাখতে পারেননি তিনি। তবে গ্র্যান্ডমাস্টারদের রুখে দেওয়ার স্বাদ তিনি পেলেন তৃতীয়বারের মতো।
দুবাইয়ে শুক্রবার দুই রাউন্ডে খেলেন ফাহাদ। ষষ্ঠ রাউন্ডে তুরস্কের গ্র্যান্ডমাস্টার ভাহাপ সানালের বিপক্ষে ড্র করেন তিনি। পরের রাউন্ডে হেরে যান ভারতের গ্র্যান্ডমাস্টার সুব্রানিয়াম ভারতের কাছে।
প্রতিযোগিতায় এ নিয়ে পাঁচ গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হলেন ফাহাদ। ড্র করলেন তৃতীয়বারের মতো। প্রথম রাউন্ডে চীনা গ্র্যান্ডমাস্টার ইয়াংই উ এবং দ্বিতীয় রাউন্ড যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার হান্স নিমানের বিপক্ষে ড্র করেন এই বাংলাদেশি।
সাত রাউন্ড শেষে দুই জয় ও তিন ড্রয়ে ৩.৫ পয়েন্ট ফাহাদের। অষ্টম রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ইরানের ফিদে মাস্টার রেজা মাহদাভির।