শুভাগতর সেঞ্চুরি, সৈকতের ৪ উইকেট
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2018 08:22 PM BdST Updated: 30 Oct 2018 08:32 PM BdST
যে উইকেটে ধুঁকেছে ঢাকা মেট্রোর ব্যাটিং, সেখানেই শুভাগত হোমের ব্যাটে স্ট্রোকের ফোয়ারা। দুর্দান্ত সেঞ্চুরির পথে ছক্কা মারলেন পাঁচটি। রান পেলেন তাইবুর রহমান, আব্দুল মজিদরাও। ঢাকা বিভাগ পেল বড় লিড।
বগুড়ায় জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা বিভাগের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৮৬ রানে। প্রথম ইনিংসে পেয়েছে তারা ৩২৭ রানের লিড। আগের দিন ৮ উইকেটে ৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ঢাকা মেট্রো।
ঢাকা মেট্রো মঙ্গলবার দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেট ৫৯ রানে। ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন আরও ২৬৮ রান।
রনি তালুকদারের ৮৬ ও সাইফ হাসানের ৪৯ রানের সৌজন্যে আগের দিনই ঢাকা বিভাগের লিড পেরিয়েছিল একশ। শুভাগত ও তাইবুরের ব্যাটে সেই লিড হৃষ্টপুষ্ট হয় আরও। চতুর্থ উইকেটে ১৫৭ রানের জুটি গড়েছেন দুজন।
৭ চার ও ৫ ছক্কায় ১৪৬ বলে ১০৬ রান করেছেন শুভাগত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দশম সেঞ্চুরি। তাইবুর করেছেন ৫৬।
দুজন আউট হয়েছেন পরপর দুই ওভারে। এই জুটি ভাঙার পর আবার বড় কোনো জুটি গড়ে ওঠেনি। এক প্রান্তে মজিদ করেছেন ৩৯, আরেক পাশে দাঁড়াতে পারেননি কেউ। ৩৪ রানের মধ্যে তারা হারিয়েছে শেষ ৫ উইকেট, যার চারটি নিয়েছেন সৈকত আলি।
বিশাল লিডের পর দ্বিতীয় ইনিংসে বল হাতেও ঢাকা বিভাগ পেয়েছে সাফল্য। তরুণ মোহাম্মদ নাঈমকে ফিরিয়েছেন প্রথম ইনিংসের বোলিং নায়ক সালাউদ্দিন শাকিল। দিনের শেষ ওভারে শামসুর রহমানকে ফিরিয়েছেন তাইবুর। ঢাকা মেট্রোর সামনে তাই ইনিংস পরাজয়ের শঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৫৯/৮ (ইনিংস ঘোষণা)
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১১৩.৩ ওভারে ৩৮৬ (আগের দিন ১৬৭/৩) (শুভাগত ১০৬, তাইবুর ৫৬, মজিদ ৩৯, নাদিফ ১৯, মোশাররফ ০, শাকিল হোসেন ০, সুমন ৩, সালাউদ্দিন শাকিল ০*’ কাজি অনিক ২/৬৭, শহিদুল ২/৪৭, আরাফাত সানি ২/১৪৬, আসিফ ০/৪৩, সৈকত ৪/২১, আশরাফুল ০/৪৫)।
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ২৩.৪ ওভারে ৫৯/২ (সাদমান ২৬*, নাঈম ১১, শামসুর ১৬; সালাউদ্দিন শাকিল ১/১৯, সুমন ০/১৪, মোশাররফ ০/১৭, শুভাগত ০/৩, সাইফ ০/১, তাইবুর ১/০)।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম