জোড়া সেঞ্চুরিতে নাঈম-শুভর আড়াইশ রানের জুটি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2017 05:37 PM BdST Updated: 13 Oct 2017 07:02 PM BdST
এবারের জাতীয় লিগ শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। বৃষ্টিবিঘ্নিত পরের তিন রাউন্ডে ব্যাট করতে পেরেছেন মাত্র দুবার। পঞ্চম রাউন্ডে এসে আবার সেঞ্চুরি করলেন নাঈম ইসলাম। তার সঙ্গে সেঞ্চুরি করেছেন সোহরাওয়ার্দী শুভও।
শুক্রবার জাতীয় লিগের প্রথম স্তরে পঞ্চম রাউন্ডের প্রথম দিনে খুলনায় রাজত্ব করেছেন এই দুই ব্যাটসম্যান। ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে রংপুর বিভাগের রান ৪ উইকেটে ৩২১।
১৪৫ রান করে আউট হয়েছেন শুভ। নাঈম দিন শেষ করেছেন ১২০ রানে। ১৮ রানের মাথায় বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক।
টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুরকে উদ্বোধনী জুটিতে ৪১ রান এনে দেন সায়মন আহমেদ ও জাহিদ জাভেদ। এরপর ১৪ রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর। নাঈম ও শুভ যখন জুটি বাঁধেন, দলের রান ৩ উইকেটে ৫৫।
অমন শুরুতে নড়বড়ে দল থিতু হয় নাঈম ও শুভর ব্যাটে। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে দিনের প্রায় শেষ পর্যন্ত আর উইকেট হারায়নি রংপুর। অসাধারণ এই জুটি শেষ হয় দিনের শেষ ওভারে। শুভাগত হোমের বলে বোল্ড হয়ে যান শুভ।
দেশের ক্রিকেটে মূলত বাঁহাতি স্পিনার হিসেবে পরিচিত হলেও ক্রমেই পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠছেন শুভ। এবারের জাতীয় লিগ শুরু করেছিলেন ৮৯ রানের ইনিংসে। পরের ম্যাচে করেছিলেন অপরাজিত ৫৬। এবার সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা ১৫১ রানের খুব কাছে গিয়ে ফেরেন শুভ। চতুর্থ সেঞ্চুরিতে আউট হয়েছেন ১৪৫ রানে। ২০৩ বলের ইনিংসে ১৮টি চারের পাশে ছিল দুটি ছক্কা।

৭ হাজার ছোঁয়ার দিনটিতে ১২০ রানে অপরাজিত নাঈম। ২১৪ বলের ইনিংসে ১৫ চার ও ২ ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের এটি ২৩তম সেঞ্চুরি। এবার লিগে দ্বিতীয়।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ৮৯.২ ওভারে ৩২১/৪ (সায়মন ৩১, জাভেদ ১৬, সাদ্দাম ০, নাঈম ১২০*, শুভ ১৪৫; শরিফ ০/৪২, আজিম ০/৪৩, শুভাগত ৩/৯৫, মোশাররফ ১/৬৪, নাজমুল ০/৪৭, তাইবুর ০/১৮, মজিদ ০/৩)।
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা