রবির আরেকটি সেঞ্চুরি

গত ঢাকা প্রিমিয়ার লিগে অন্যতম চমক ছিলেন রবিউল ইসলাম রবি। ছিলেন দারুণ ধারাবাহিক। সেই ফর্ম দেখাচ্ছেন জাতীয় লিগেও। খুলনার এই ওপেনার করলেন লিগের দ্বিতীয় সেঞ্চুরি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 11:50 AM
Updated : 13 Oct 2017, 01:03 PM

জাতীয় লিগের প্রথম স্তরে পঞ্চম রাউন্ডের প্রথম দিনে বরিশাল বিভাগের বিপক্ষে ৪ উইকেটে ৩০৭ রান তুলেছে খুলনা।

শুক্রবার রাজশাহীতে টসজয়ী খুলনাকে দারুণ সূচনা এনে দেন রবি ও এনামুল হক। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ১১০ রান।

৪৪ রান করা এনামুলকে ফিরিয়ে জুটি ভাঙেন সালমান। তিনে নামা অমীত মজুমদারকে রানের খাতা খুলতে দেননি সোহাগ গাজী।

তৃতীয় উইকেটে রবি ও তুষার ইমরান যোগ করেন ১০০ রান। ৫১ রানে তুষারকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন সালমান।

চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে আরেকটি জুটি গড়ে তোলেন রবি। দুজনে তোলেন ৭২ রান। দুটি করে চার ও ছক্কায় ৩৮ রান করে আউট হন মিঠুন।

১৬ চারে রবি সেঞ্চুরি স্পর্শ করেন ১৮৪ বলে। তবে থামতে হয় তাকে খানিক পরই। কোনো বোলার অবশ্য পারেননি থামাতে। ১০৮ রান করে অবসর নেন আহত হয়ে।

দিনের শেষ ভাগটা সামলান জিয়াউর রহমান। অভিজ্ঞ অলরাউন্ডার দিন শেষ করেছেন ৫২ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৭/৪ (রবি ১০৮ (আহত অবসর), এনামুল ৪৪, অমিত ০, তুষার ৫১, মিঠুন ৩৮, জিয়াউর ৫২*, নাহিদুল ১১*; তৌহিদুল ০/৪২, সালমান ০/৬০, নুরুজ্জামান ০/৩০, মানিক ০/৮, মনির ০/৫০, সোহাগ ১/৬৬, মঈন ১/১৮,  ফজলে রাব্বি ০/১৭, রাফসান ০/৭)।