সাজ্জাদুলের ৫ রানের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2017 06:19 PM BdST Updated: 13 Oct 2017 07:02 PM BdST
বিপর্যয় থেকে দলকে টানলেন। সাঈদ সরকারের সঙ্গে গড়ে তুললেন জুটি। কিন্তু একটুর জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিই করতে পারলেন না সাজ্জাদুল হক। চট্টগ্রামের এই ব্যাটসম্যান আউট হয়েছেন ৯৫ রানে।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে শুক্রবার ২৬০ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। রাজশাহী দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ৩৪ রান নিয়ে।
বগুড়ায় টস হেরে ব্যাটিয়ে নামা চট্টগ্রাম ৩৫ রানে হারায় ৩ উইকেট। ছোট্ট একটি জুটির পর ৩১ রানে আউট হন বড় ভরসা ইরফান শুক্কুরও।
সেখান থেকেই দারুণ এক জুটি গড়েন সাজ্জাদুল ও সাঈদ। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ১২৮ রান।
সাঈদের বিদায়ে ভাঙে এই জুটি। প্রায় ওয়ানডের গতিতে খেলে ১১ চার ও ২ ছক্কায় ৯৮ বলে ৭০ করেন সাঈদ।
এই জুটি ভাঙার পর আবার উইকেট পড়তে থাকে দ্রুত। একসময় মনে হচ্ছিলো, সঙ্গীর অভাবে হয়ত হবে না সাজ্জাদুলের সেঞ্চুরি। কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেলেন তিনিই। ১২ চার ও ১ ছক্কায় ১৭৬ বলে করেছেন ৯৫।
রাজশাহীর ফরহাদ রেজা নেন ৪ উইকেট। ৩টি করে নেন দেলোয়ার ও শরিফুল।
জবাবে ব্যাট হাতে রাজশাহীর শুরুটাও হয়নি ভালো। ২ উইকেট হারায় তারা শুরুতেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিজানুর রহমান টিকে আছেন ভরসা হয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ৭২.৪ ওভারে ২৬০(সাদিকুর ০, জসিম ২২, তাসামুল ০, শুক্কুর ৩১, সাজ্জাদুল ৯৫, সাঈদ ৭০, রনি ০, রানা ১৪, ওয়াহিদুল ১৫, সাখাওয়াত ৮, হাসান ০*; ফরহাদ ৪/৮৬, দেলোয়ার ৩/৬৯, শরিফুল ৩/৪৯, মাইশুকুর ০/৯, সাকলাইন ০/৩৭, সাব্বির ০/৯)।
রাজশাহী ১ম ইনিংস: ৯ ওভারে ৩৪/২ (সাব্বির ৯, মিজানুর ২০*, মাইশুকুর ৫, দেলোয়ার ০*; রানা ১/২০, হাসান ০/৭, সাখাওয়াত ১/৪, রনি ০/৩)।
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা