রিজা হেনড্রিকসের দারুণ ইনিংসের পরও পারল না দক্ষিণ আফ্রিকা।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরে পঞ্চম রাউন্ডের ম্যাচে শুক্রবার ঢাকা মেট্রোর বিপক্ষে ৬ উইকেটে ২৪১ রানে প্রথম দিন শেষ করেছে সিলেট।
অধিনায়ক ইমতিয়াজ শুরু থেকে বলতে গেলে একাই টেনেছেন দলকে। লম্বা সময় তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ১০৭ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে রাজিন সালেহকে নিয়ে ইমতিয়াজ জুটি গড়েন।
প্রথম শ্রেণির ক্রিকেটে দশম সেঞ্চুরি স্পর্শ করেন ইমতিয়াজ ১৬৫ বলে। রাজিন সালেহর সঙ্গে ৯১ রানের এই জুটি শেষ হয় ইমতিয়াজের বিদায়েই।
প্রায় ৩ ঘণ্টা লড়াই করে রাজিন আউট হন ৪২ রানে। ২৭ রানে দিন শেষ করা এজাজ আহমদ টিকে আছেন সিলেটের ভরসা হয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ২৪১/৬ (ইমতিয়াজ ১৩২, শানাজ ১০, আনোয়ার ৮, অলক ৪, শাহানুর ১০, রাজিন ৪২, এজাজ ২৭*, রাহাতুল ১*; ডলার ০/২০, সৈকত ২/৩৫, নিহাদ ২/৬৯, ইলিয়াস সানি ০/৩৫, শরিফ উল্লাহ ২/৬৭, আশরাফুল ০/৯)।