আফগান টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিম, ইমরুল, সাব্বির

আফগানিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। যুদ্ধ বিধ্বস্ত দেশটির ঘরোয়া ক্রিকেটে এই প্রথম খেলবেন বাংলাদেশের কেউ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 06:08 PM
Updated : 26 May 2017, 06:08 PM

১৮ থেকে ২৮ জুলাই আফগানিস্তানে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ আসর। ওই সময়ে অস্ট্রেলিয়ার টেস্ট দল বাংলাদেশ সফর করবে। এখনও সূচি ঠিক না হলেও জুলাইয়ের মাঝামাঝি আসার ঢাকায় আসার কথা রয়েছে অতিথিদের। সেই সিরিজের জন্য টেস্ট দলের তিন সদস্য তামিম, ইমরুল, সাব্বির আফগানিস্তানে খুব একটা খেলার সুযোগ নাও পেতে পারেন।  

গত বৃহস্পতিবার কাবুলের এক হোটেলে হয় খেলোয়াড়দের নিলাম। তাতে বিস্ফোরক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিমকে প্রায় ২৫ লাখ টাকায় দলে নেয় স্পিনঘর টাইগার্স।

আরেক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুলকে সোয়া ৮ লাখ টাকায় দলে নিয়েছে বুস্ট ডিফেন্ডার্স। একই টাকায় টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বিরকে দলে নিয়ে কাবুল ঈগলস।

পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও খেলবেন আফগানদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে।