ইমতিয়াজের ঝড়ো সেঞ্চুরিতে দোলেশ্বরের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2017 07:35 PM BdST Updated: 24 May 2017 09:05 PM BdST
এক ম্যাচ আগেই দারুণ সেঞ্চুরিতে জিতিয়েছিলেন দলকে। এবার ইমতিয়াজ হোসেনের ব্যাটে আরও বড় ইনিংস, আরেকটি ঝড়। গড়ে দিলেন জয়ের ভিত। দারুণ জয়ে সুপার লিগ শুরু করল প্রাইম দোলেশ্বর।
Related Stories
ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের প্রথম দিনে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।
১০৯ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইমতিয়াজ। বুধবার বিকেএসপিতে ৪৬ ওভারে প্রাইম দোলেশ্বর তোলে ৭ উইকেটে ২৭৪ রান।
দোলেশ্বরের ইনিংসে ৪৩ ওভার শেষে আসা বষ্টিতে ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শেখ জামালের লক্ষ্য দাঁড়ায় ২৯১। গুটিয়ে যায় তারা ২৫১ রানে।
টস জিতে বোলিং নিয়ে শুরুতে আব্দুল মজিদকে তুলে নেয় শেখ জামাল। কিন্তু দ্বিতীয় উইকেটেই ম্যাচের লাগাম নেয় দোলেশ্বর। ইমতিয়াজ হোসেন ও শাহরিয়ার নাফীস গড়েন ১৭৬ রানের জুটি।
ইমতিয়াজ পঞ্চাশ ছুঁয়েছিলেন ৫৯ বলে। সেখান থেকে ৩৩ বলেই পরের পঞ্চাশ। লিগে দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেছেন ৯২ বলে।
সেঞ্চুরির পর আর খ্যাপাটে ছিল তার ব্যাট। শেষ পর্যন্ত ফিরেছেন ১০৯ বলে ১২৮ রানে। ৪টি ছক্কার পাশে ছিল ১৭টি চার!
জুটি ভেঙেছে ইমতিয়াজের বিদায়েই। শাহরিয়ার ছিলেন অনেকটাই সতর্ক। ১০১ বলে করেছেন ৬৭।
পরের দিকে ২৭ বলে ৩৫ করেছেন শরিফউল্লাহ। সেভাবে রান পাননি আর কেউ। তার পরও শেখ জামালের লক্ষ্যটা ছিল কঠিন।
আগের ম্যচে ৩৩৯ রানের পাহাড় টপকে সুপার লিগে ওঠা শেখ জামাল এদিনও রান তাড়ার শুরুটা খারাপ করেনি। তবে রান রেট ভালো থাকলেও গড়ে ওঠেনি কোনো জুটি। বড় ইনিংস খেলতে পারেননি কেউ।
ওপেনিংয়ে ৩৬ বলে ৪৩ করেছেন প্রশান্ত চোপড়া, তিন ছক্কায় মাহবুবুল করিম ৪৬। পরের দিকে তানবির হায়দার ৪১ বলে ৪৬। কিন্তু পঞ্চাশ করেতে পারেননি একজনও। এবার আর তাই রান তাড়ায় পেরে ওঠেনি শেখ জামাল।
দারুণ এই জয়ে আবাহনী ও গাজী গ্রুপের সমান ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে দারুণভাবেই থাকল দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ৪৬ ওভারে ২৭৪/৭ (ইমতিয়াজ ১২৮, মজিদ ৬, শাহরিয়ার ৬৭, মার্শাল ১৯, চতুরঙ্গা ০, শরিফউল্লাহ ৩৫, ফরহাদ ৯*, হাবিবুর ০, দেলোয়ার ২*; শাহাদাত ১/৩৪, জিয়াউর ০/১৪, গাজি ১/৩৯, ইলিয়াস সানি ১/৫৪, রাজিন ০/৩২, ফজলে রাব্বি ০/২৩, তানবির ২/৫৮, রাসেল ০/২০)।
শেখ জামাল: ৪২.২ ওভারে ২৫১ (লক্ষ্য ৪৬ ওভারে ২৯২) (ফজল রাব্বি ১৯, প্রশান্ত ৪৩, মাহবুবুল ৪৪, গাজি ১, জিয়াউর ৩৭, তানবির ৪৬, ইলিয়াস সানি ১৬, রাসেল ২৮*, রাজিন ৪, মাহমুদুল ০. শাহাদাত ০*; হাবিবুর ২/৫৫, ফরহাদ ২/৫৫, আরাফাত সানি ২/৪১, চতুরঙ্গা ২/৩৮, দেলোয়ার ০/১৬, শরিফউল্লাহ ১/৪৫)।
ফল: প্রাইম দোলেশ্বর ৪০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইমতিয়াজ হোসেন
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
-
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
-
হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ