রাতে ঢাকায় থেকে বুধবার সকালে সিলেটে যাবে জিম্বাবুয়ে।
Published : 15 Apr 2025, 06:28 PM
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে চলে এলো জিম্বাবুয়ে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা।
মঙ্গলবার রাতে ঢাকায়ই অবস্থান করবে সফরকারীরা। বুধবার সকালের ফ্লাইটে প্রথম টেস্টের শহর সিলেটে যাবে তারা।
প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের মাঠে সাদা পোশাকের ক্রিকেট খেলবে জিম্বাবুয়ে। সবশেষ ২০২০ সালে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল তারা। একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল ক্রেইগ আরভাইনের নেতৃত্বাধীন দল।
গত বছর অবশ্য বাংলাদেশে টি-টোয়েন্টি খেলে গেছে জিম্বাবুয়ে। এবারের টেস্ট সিরিজটিও গত বছরই হওয়ার কথা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় টেস্ট বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল।
স্থগিত হওয়া সিরিজটি খেলতে এবার বাংলাদেশে এলো আরভাইনের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার শুরু হবে প্রথম টেস্ট।
দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম চলে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম) ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল।
ঘরের মাঠে গত বছর টেস্ট ক্রিকেটে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাজে ব্যাটিং-বোলিংয়ে হোয়াইটওয়াশ হয় তারা।
তাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও কোনো পরীক্ষানিরীক্ষার দিকে হাঁটেনি বাংলাদেশ। পূর্ণ শক্তির দল নিয়েই সিরিজটি খেলবে স্বাগতিকরা। সিলেটে গত রোববার থেকে চলছে তাদের অনুশীলন।