বাংলাদেশের হয়ে রেকর্ডগড়া বছর কাটানোর লেগ স্পিনার বিপিএলের প্রথম দুই ম্যাচ বরিশালের একাদশেই জায়গা পাননি।
Published : 03 Jan 2025, 10:15 AM
২০২৪ সালে দেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েও বিপিএলে খেলার সুযোগ মিলছে না রিশাদ হোসেনের। পরপর দুই ম্যাচ তাকে ছাড়াই খেলেছে ফরচুন বরিশাল। তাই প্রশ্ন উঠেই যাচ্ছে, লেগ স্পিনারকে নিয়ে তাদের পরিকল্পনা কী? দলটির প্রধান কোচ বলছেন, রিশাদকে খেলানোর জন্য সামনে আরও অনেক সময় পড়ে আছে।
বাংলাদেশের বাস্তবতায় গত বছরটি স্বপ্নের মতো কাটিয়েছেন রিশাদ। দেশের প্রথম বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে কোনো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাওয়ার পারফরম্যান্স দিয়েই তিনি গড়েন রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে নেন বাংলাদেশের সর্বোচ্চ ১৪ উইকেট।
পুরো বছরে ২৪ ম্যাচে রিশাদের নেওয়া ৩৫ উইকেটও বাংলাদেশের রেকর্ড। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবগুলো ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার রিশাদ।
কিন্তু বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা হয়নি রিশাদের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে দারুণ জয় পেলেও, পরেরটিতে রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে বরিশাল।
প্রথম পরাজয়ের পর সংবাদ সম্মেলনে রিশাদের না থাকা নিয়ে প্রশ্নের জবাবে দলের সমন্বয়ের কথা বলেন বরিশাল কোচ মিজানুর রহমান।
“রিশাদ আমাদের মূল বোলারদের একজন। কম্বিনেশনের কারণে হয়তো রিশাদ খেলছে না। তবে মাত্র দুইটা ম্যাচ গেল। অবশ্যই আমাদের পরিকল্পনায় আছে রিশাদ।”
একইসময়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলারও সুযোগ ছিল রিশাদের। গত সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। কিন্তু জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় বিসিবির কাছ থেকে ৯ দিনের বেশি ছাড়পত্র পাননি রিশাদ।
তবে বরিশালের পক্ষ থেকে আরও ১০ দিনের ছুটি দেওয়ারও সিদ্ধান্ত হয়। কিন্তু নানান বাস্তবতায় বিগ ব্যাশে যেতে পারেননি রিশাদ। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দলের সঙ্গেই ফিরে এসেছেন দেশে।
আন্তর্জাতিক ক্রিকেট দারুণ বছর কাটিয়ে বিগ ব্যাশে ডাক পাওয়া রিশাদের জন্য বিপিএলের ডাগাউটে বসে থাকা হতাশাজনকই হওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি খুব ভালো কিছু নয়। তবে বরিশাল কোচ বললেন ধৈর্য ধরতে।
“সবাই পেশাদার ক্রিকেটার। সবার আগে দল। দল চিন্তা করে যে, কোন কম্বিনেশনে খেললে দল জিতবে। সেই ক্ষেত্রে হয়তো আজকে রাতের ম্যাচ ছিল বা অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে না। মাত্র দুটো ম্যাচ হলো। সামনে অনেক সময় পড়ে আছে। রিশাদ অবশ্যই খেলবে। রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।”
বরিশালের পরের ম্যাচ দুর্বার রাজশাহীর বিপক্ষে সোমবার সিলেটে।