মাঠে নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়ে ট্রফি জয়ের চেষ্টা করবেন, বললেন বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যান।
Published : 01 Nov 2024, 05:14 PM
ভিরাট কোহলি আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেকটা সমার্থক শব্দ। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকে এই একটি দলের হয়েই খেলছেন তিনি। দলটিকে নেতৃত্বও দিয়েছেন লম্বা সময়। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানও তার। কিন্তু কখনও ট্রফি জয়ের স্বাদ পাওয়া হয়নি ভারতীয় ব্যাটসম্যানের। আরও একবার বেঙ্গালুরু তাকে ধরে রাখার পর এই তারকা বলছেন, আগামী তিন বছরের চক্রে অন্তত একবার ট্রফি উঁচিয়ে ধরতে চান তিনি।
২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে কোহলির সঙ্গে বেঙ্গালুরু ধরে রেখেছে রাজাত পাতিদার ও ইয়াশ দায়ালকে। কোহলির পারিশ্রমিক এবার ২১ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি আয় করবেন তিনি।
বৃহস্পতিবার ১০ ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশের পর বেঙ্গালুরুর ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির প্রতি কৃতজ্ঞতা জানান কোহলি।
“আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।”
এরপরই একটি লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ৩৫ বছর বয়সী কোহলি।
“অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।”
“বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। আমি সত্যিই কৃতজ্ঞ এবং খুব শিগগিরই এম চিন্নাস্বামীতে (বেঙ্গালুরুর ঘরের মাঠে) আপনাদের সঙ্গে দেখা হবে।”
২০১৩ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন কোহলি। ২০২২ থেকে গত তিনটি আসরে দলটির অধিনায়কত্ব করেন ফাফ দু প্লেসি। এবার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে ধরে রাখেনি তারা। ফলে আগামী আসরে অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। কেউ কেউ কোহলিকে নেতৃত্বে ফেরানোর কথাও বলছেন।
ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান প্রাথমেশ মিশ্রা বললেন, সব ধরনের বিকল্প নিয়েই ভাবছেন তারা।
“আরসিবির অধিনায়কত্বকে ঘিরে কৌতূহল আমরা বুঝতে পারি এবং আমাদের ভক্তদের আশ্বস্ত করতে চাই যে, সব বিকল্প নিয়েই আমরা কাজ করছি।”