দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
কেপ টাউন টেস্টের প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৩১৬।
Published : 03 Jan 2025, 11:43 PM
দক্ষিণ আফ্রিকার ভালো শুরুর পর ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান। কিন্তু রায়ান রিকেলটনের ক্যারিয়ার সেরা ইনিংস, বাভুমার লড়াকু সেঞ্চুরি এবং তাদের দুইশ রানের জুটিতে কেপ টাউন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় টেস্ট শুরুর দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৩১৬।
২৩২ বলে ২১ চার ও এক ছক্কায় ১৭৬ রানে ব্যাট করছেন ওপেনার রিকেলটন। তার সঙ্গী ডেভিড বেডিংহ্যাম খেলছেন চার রানে।
প্রথম সেশনে ৩ উইকেট নেওয়া পাকিস্তান পরের দুই সেশনে নিতে পারে কেবল একটি উইকেট। সেঞ্চুরি ছুঁয়ে ফেরেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা।
কেপ টাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন এইডেন মার্করাম ও রিকেলটন।
কঠিন সময় পার করে দিয়ে খুররাম শেহজাদের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ফেরেন মার্করাম। ভাঙে ৬১ রানের জুটি।
ভিয়ান মুল্ডারকে দ্রুত ফেরান মোহাম্মদ আব্বাস। শূন্য রানে ট্রিস্টান স্টাবসকে বিদায় করেন আগা সালমান।
বিনা উইকেটে ৬১ থেকে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৭২।
এক প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকেন রিকেলটন। আরেক প্রান্ত সাবধানী ব্যাটিংয়ে তাকে সঙ্গ দেন বাভুমা। দ্রুত ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়ে তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১২ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। এই সেশনেই ১৩৫ বলে ১৪ চারে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেন রিকেলটন। ১৩৬ বলে বাভুমার সঙ্গে তার জুটির একশ পূর্ণ হয়।
তৃতীয় সেশনেও দ্রুত বাড়তে থাকে দক্ষিণ আফ্রিকার রান। ২৭৭ বলে দুইশ স্পর্শ করে জুটির রান। বাভুমা ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে পৌঁছান ১৬৭ বলে।
সেঞ্চুরি ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি বাভুমা। তাকে ফিরিয়ে ৩২৫ বল স্থায়ী ২৩৫ রানের জুটি ভাঙেন সালমান। বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেন বেডিংহ্যাম ও রিকেলটন। আগের সেরা ১০১ ছাড়িয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে তাকিয়ে এই ওপেনার।
৫৫ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার। একটি করে উইকেট নিয়েছেন আব্বাস ও শাহজাদ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮০ ওভারে ৩১৬/৪ (মার্করাম ১৭, রিকেলটন ১৭৬*, মুল্ডার ৫, স্টাবস ০, বাভুমা ১০৬, বেডিংহ্যাম ৪*; আব্বাস ১৬-০-৫১-১, হামজা ১৫-১-৪৯-০, শাহজাদ ১৫-২-৬৯-১, জামাল ১৫-০-৮৫-০, সালমান ১৮-০-৫৫-২, কামরান ১-০-৩-০)