আইসিসি র্যাঙ্কিং
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ঠিক পাঁচ নম্বরে উঠে এসেছেন মাইকেল ব্রেসওয়েল।
Published : 09 Apr 2025, 03:20 PM
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মাইকেল ব্রেসওয়েল। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। রেকর্ড গড়া পারফরম্যান্সে বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন তার সতীর্থ বেন সিয়ার্স।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে হালনাগাদ বুধবার যথারীতি প্রকাশ করে আইসিসি। ২ ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে ঠিক পাঁচ নম্বরে নিউ জিল্যান্ডের ব্রেসওয়েল। আর বোলারদের তালিকায় সিয়ার্সের অগ্রগতি ৬৪ ধাপ।
মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে কিউইদের নেতৃত্ব দেন ব্রেসওয়েল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়ের পর তিন ওয়ানডের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে নিউ জিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে গত শনিবার খেলা তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬ ছক্ক আর ১ চারে ৪০ বলে ৫৯ রানের ইনিংস খেলেন ব্রেসওয়েল। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ ওভার করে ৩৯ রান খরচায় নেন ১ উইকেট। ম্যাচটি ৪৩ রান জেতে স্বাগতিকরা।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে কিউইদের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিয়ার্স। ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৫ শিকার ধরেন এই পেসার। আগের ম্যাচেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি, ৫৯ রানে।
নিউ জিল্যান্ডের ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন সিয়ার্স। দুর্দান্ত পারফরম্যান্সে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ঠিক ১০০তম স্থানে আছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। পাঁচ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে পাকিস্তানের নাসিম শাহ। নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি ২ ধাপ এগিয়ে এখন ৬১তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চূড়ায় ভারতের শুবমান গিল। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দুই ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে। ১২ ধাপ উন্নতি হয়েছে ব্রেসওয়েলের, অবস্থান ৮৯তম।